কারেন্ট অ্যাফেয়ার্স ৩ এপ্রিল ২০২২

schedule
2022-04-07 | 06:49h
update
2022-04-07 | 06:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: News 18

আন্তর্জাতিক
  • অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি, লোডশেডিং-এর প্রতিবাদে শ্রীলঙ্কার সাধারণ মানুষ পথে নামতেই জরুরি অবস্থা জারি করেছিলেন সে দেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। এদিন একসঙ্গে ২৬ জন মন্ত্রী পদত্যাগ করলেন।
  • বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা খারিজ করে দিলেন পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। পাক ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সুপারিশ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তা অনুমোদন করলেন পাক রাষ্ট্রপতি আরিফ আলভি। বিরোধীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে পাক সুপ্রিম কোর্টে মামলা করেছেন। বিরোধীদের ডাকা সমান্তরাল সংসদে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৯৭টি ভোট পড়ল।
Advertisement

 

জাতীয়
  • রাষ্ট্রসঙ্ঘের কাছে কোভ্যাক্সিন টিকা সরবরাহ আপাতত স্থগিত রাখার জন্য হায়দরাবাদের ভারত বায়োটেক সংস্থাকে নির্দেশ দিল  রাষ্ট্রসংঘ। উতপাদন কেন্দ্রগুলি উন্নত করা ও কয়েকটি ঘাটতি মেটাতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

খেলা
  • কোভিডের কারণে এক বছর পর সম্পন্ন হল মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট। ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে ৮টি দেশকে নিয়ে বসেছিল এই প্রতিযোগিতার আসর। চ্যাম্পিয়ন হয়ে মোট ৭ বার খেতাব জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়া। এদিন ক্রাইস্টচার্চে তারা ৭১ রানে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। বিশ্বকাপজয়ী পুরুষ ক্রিকেটার মিচেল স্টাকের স্ত্রী অ্যালিসা হিলি ফাইনালে ১৩৮ বলে ১৭০ রান করলেন। এটি একটি রেকর্ড। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডও তাঁরই করা।
  • মেয়েদের জুনিয়র বিশ্বকাপ হকির কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারত।

 

বিবিধ
  • ২০২১-২২ অর্থবর্ষে ৪১৮০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত যা সর্বকালীন রেকর্ড।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2024 - 18:41:21
Privacy-Data & cookie usage: