কারেন্ট অ্যাফেয়ার্স ২০ এপ্রিল ২০২১

635
0
daily current affairs
Courtesy: ABP News

আন্তর্জাতিক
  • বিশ্বে করোনা ভাইরাস প্যান্ডেমিক ছড়িয়ে পড়ার ৯ মাস পর প্রাণহানির সংখ্যা ১০ লক্ষে পৌঁছেছিল৷ পরের ৪ মাসে আরও ১০ লক্ষ মানুষের প্রাণহানি হয়৷ এরপর গত ৩ মাসে আরও ১০ লক্ষ জনের প্রাণ কেড়েছে করোনা৷ সব মিলিয়ে ৩০,৪৮,৮৫৬ জনের জীবনাবসান হয়েছে এই সংক্রমণে৷ গত সপ্তাহে ৫০ লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়েছেন৷ শেষ পাঁচ সপ্তাহ ধরে জীবনহানির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ বর্তমানে ২৫ থেকে ৫৯ বছর বয়সী মানুষই বেশি সংক্রমিত হচ্ছেন৷
  • ১৯৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়া হাত মিলিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গড়ে তুলেছিল৷ এবার সেখান থেকে বেরিয়ে এসে নিজস্ব মহাকাশ কেন্দ্র বানাবে রাশিয়া৷ রুশ মহাকাশ গবেষণা কেন্দ্র “রসকসমস’ জানাল, নতুন স্টেশন বানানোর প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে৷

 

জাতীয়
  • দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পুনরায় ২৯ লক্ষের ঘরে পৌঁছে গেল৷ সক্রিয় রোগীর ৬২.০৭ শতাংশই রয়েছেন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্নাটক, ছত্রিশগড় ও কেরলে৷ সক্রিয় রোগীর বিচারে দেশে প্রথম দশে থাকা অপর রাজ্যগুলি হল তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাট৷ এদিন দেশে রেকর্ড ১,৭৬১ জনের প্রাণহানি হয়েছে করোনায়৷ প্রতি ঘম্টায় ৭৩ জনের প্রাণহানি হয়েছে এবং ১০,৭৯৮ জন সংক্রমিত হয়েছেন৷ ১৯ এপ্রিল দেশে প্রতি ঘণ্টায় ১১,৪০৮ জন সংক্রমিত হয়েছিলেন৷ এদিকে দেশে গত ১১ এপ্রিল পর্যন্ত ৪৪ লক্ষ প্রতিষেধক নষ্ট হয়েছে৷ তামিলনাড়ু, পাঞ্জাব ও হরিয়ানায় সর্বোচ্চ সংখ্যক প্রতিষেধক নষ্ট হয়েছে৷ সংক্রমণ বাড়তে থাকায় আইসিএসইর দশম শ্রেণির পরীক্ষা বাতিল করা হল৷ এদিকে দিল্লির পর দেশের দ্বিতীয় রাজ্য হিসাবে লকডাউন (২২-২৯ এপ্রিল) ঘোষণা করল ঝাড়খণ্ড৷ অন্যদিকে অক্সিজেন সরবরাহ নিয়ে বঞ্চনার একটি মামলায় কেন্দ্রীয় সরকারকে কড়া কথা শোনাল দিল্লি হাইকোর্ট৷
  • পর্তুগাল সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বৈঠক হওয়ার কথা ছিল৷ ভিডিও মাধ্যমে বৈঠকটি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হল৷

 

বিবিধ
  • অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা মোহিতে (২৮)৷ প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন৷।
  • “রিপোটার্স উইদাউট বর্ডারস” সংস্থার রিপোর্ট প্রকাশিত হল৷ সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে ১৮০টি দেশের মধ্যে ভারতের ক্রম হল ১৪২৷ এই তালিকায় ব্রাজিল, মেক্সিকো, রাশিয়ার সঙ্গে ভারতকে রাখা হয়েছে “খারাপ” তালিকায়৷ তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্ক৷ শেষ চারটি স্থানে রয়েছে চিন, তুর্কমেনিস্থান, উত্তর কোরিয়া এবং এরিট্রিয়া৷
  • হিন্দি ও মারাঠি ছবির অভিনেতা কিশোর নন্দলস্কর (৮১) প্রয়াত হলেন৷ মূলত কমিক চরিত্রে অভিনয় করতেন তিনি৷

 

খেলা
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় ম্যাচে পার্সিপোলিস এফসি-র কাছে ১-২ গোলে পরাস্ত হল এএফসি গোয়া৷ “ই” গ্রুপের শীর্ষস্থানে রয়েছে পার্সিপোলিস৷ এর আগের দুটি ম্যাচ ড্র করেছিল গোয়া৷
  • আগামী ১ মে বিশ্ব বক্সিং কাউন্সিলের উদ্যোগে জলন্ধরে ১৪০ পাউন্ড লাইটওয়েট বক্সিংয়ে অংশ নেবেন চাঁদনি মেহরা ও সুমন কুমারী৷ এই প্রথমবার ভারতে পেশাদার বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷
  • টটেনহ্যাম হটস্পার ক্লাবের ম্যানেজার নিযুক্ত হলেন রায়ান মেসন৷