কারেন্ট অ্যাফেয়ার্স ৫ এপ্রিল ২০২২

471
0
daily current affairs
Courtesy: Telegraph India

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদে নিজের ভাই বাসিল রাজাপক্ষেকে সরিয়ে আলি সাবরিকে বসিয়েছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে তিনিও পদত্যাগ করলেন। ৪১ জন সাংসদ শাসক জোট থেকে বেরিয়ে গেলেন। জরুরি অবস্থা প্রত্যহার করলেন রাষ্ট্রপতি। তবে অর্থসংকটের কারণে নরওয়ে ও ইরাকের দূতাবাস এবং অস্ট্রেলিয়ার সিডনির কনসুলেট বন্ধ করে দেওয়া হল।
  •  ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ব্লাদিমির জেলোনস্কি। এই ঘটনার সূত্রে রুশ কূটনীতিবিদদের একাংশকে দেশ ছাড়ার নির্দেশ দিল ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক ও ইতালি।
 জাতীয়
  •  রাজ্যসভায় আধ ঘণ্টার বেশি সময় ধরে ধ্বনি ভোট নেওয়া হল দুশো বারেরও বেশি। চাটার্ড অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটরি বিল, তার ১০৬টি ধারা এবং প্রতিটি সংশোধনীর জন্য এতবার ধ্বনি ভোট নেওয়া হল।
  • জমি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মহারাষ্ট্রে শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউতের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল। কালো টাকা লেনদেন মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের ৫ কোটি টাকার সম্পত্তিও বজেয়াপ্ত করল তারা।

 

খেলা
  • টোকিও অলিম্পিকে মহিলাদের রিদমিক জিমন্যাস্টিক্সে সোনাজয়ী ইজরায়েলের নিনয় আসারাম (২২) অবসর ঘোষণা করলেন।
  • প্রাক্তন ক্রিকেট প্রশাসক বিনোদ রাইয়ের লেখা `নট্ জাস্ট এ নাইটমাচম্যান—মাই ইনিংস ইন দ্য বিসিসিআই’ প্রকাশিত হল। ক্রিকেটারদের নিয়ে নানান অজানা ও বিতর্কিত তথা রয়েছে বইটিতে।
বিবিধ
  • `নিউজউইক’ পত্রিকায় ২৭টি দেশ নিয়ে সমীক্ষা চালানো `ওয়ার্ল্ডস বেস্ট হসপিটলস ২০২২’ এর তালিকায় প্রথম ৫০টি হাসপাতালের তালিকায় নাম তুলল কলকাতার এসএসকেএম। দেশের ৬৯টি সরকারি বেসরকারি হাসপাতালের নাম উঠেছে ওই তালিকায়।