কারেন্ট অ্যাফেয়ার্স ৬ এপ্রিল ২০২২

443
0
daily current affairs
Courtesy: BBC

আন্তর্জাতিক
  • ইউক্রেনের বুচা শহরের মতো বোরোডিয়াঙ্কাতেও রাশিয়ার সেনা গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ উঠল। এদিন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ব্রাসেলসে বৈঠকে বসল ন্যাটো। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করল, রাশিয়া থেকে ৪৩০ কোটি ডলার মূল্যের কয়লা আমদানি স্থগিত রাখল তারা। এদিন আইরিশ সংসদে ভিডিও মাধ্যমে বক্তব্য পেশ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলোনস্কি।
  • পাকিস্তানের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি মকবুল বকরের নাম সুপারিশ করল পাকিস্তানের বিরোধী জোট।
জাতীয়
  • মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখকে গ্রেপ্তার করল সিবিআই। এক বছর আগে তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং অভিযোগ করেছিলেন, প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলা আদায়ের জন্য পুলিশ কর্মীদর নির্দেশ দিয়েছেন দেশমুখ।
  • কর্নাটকে হিজাব বিতর্কে ভারতীয় ছাত্রী মুসখান খানের প্রশংসা করে ৯ মিনিটের ভিডিও পোস্ট করলেন জঙ্গি সংগঠন আল কায়দা-র প্রধান আয়মান আল জাওয়াহিরি।
খেলা
  • দিয়েগো মারাদোনার একটি জার্সির জন্য অনলাইন নিলামে ন্যূনতম দর রাখা হল ৪ মিলিয়ন পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা। ১৯৮৬ সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মেক্সিকোয় এই জার্সি পরে খেলেছিলেন মারাদোনা। তাঁর বিখ্যাত `হ্যান্ড অব গড’ গোল এই জার্সিতেই। ৪ মে পর্যন্ত চলবে নিলাম।
বিবিধ
  • নার্সিংয়ের পাঠ্যবই থেকে অবশেষে সরছে বিতর্কিত বইটি। `পণপ্রথার সুফল’ প্রবন্ধে পণপ্রথার পক্ষে গুণগান করা হয়েছিল বইটিতে।