কারেন্ট অ্যাফেয়ার্স ৭ এপ্রিল ২০২২

473
0
daily current affairs

আন্তর্জাতিক

  • প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের ডেপুটি স্পিকার, তা ছিল অসাংবিধানিক। ৪ দিন শুননির পর এই রায় দিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। ৯ এপ্রিল পুনরায় অনাস্থা প্রস্তাব পেশ ও ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ওমর বান্দিয়ানের নেতৃত্বে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিল। ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তও খারিজ করা হল।
  • ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ শহর থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু তারা আক্রমণ তীব্র করেছে পূর্ব ইউক্রেনে। বিশেষ করে মারিয়ুপোলে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র।

 

জাতীয়
  • জম্মু কাশ্মীর ব্যাঙ্কের তহবিল তছরুপের মামলায় ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে নয়া দিল্লিতে জিজ্ঞাসাবাদ করল ইডি। এদিকে ওই রাজ্যের রাজ্যপাল থাকার সময় ৩০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছিলেন সত্যপাল মালিক। বর্তমানে তিনি মেঘালয়ের রাজ্যপাল। ওই মামলার তদন্তে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল।
  • ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে সিবিআই নিষ্পত্তি করতে পারেনি যথাক্রমে ৭৪৩, ৭৬৩ ও ৬৩৫টি মামলার। ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তা ছিল যথাক্রমে ১৬০, ২০২ ও ২০২। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
খেলা
  •  ১৯৬২ সালের ১৭ মার্চ বার্বাডোজের বিরুদ্ধে খেলার সময় চার্লস গ্রিফিথের বাউন্সারে মাথায় আঘাত পান ভারতের অধিনায়ক নরি কন্ট্রাক্টর। ধাতব প্লেট বসাতে হয়েছিল তাঁর। এতদিন পর মুম্বইয়ে সেই অস্ত্রোপচার করে সেই প্লেট বের কর হল। ৮৮ বছর বয়সী প্রাক্তন এই খেলোয়াড় সুস্থ আছেন।

 

বিবিধ
  • পথ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যায় ভারত বিশ্বে শীর্ষস্থানে। এই তথ্য জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়করি।