আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে ৫৩-৪৭ ভোটে অনুমোদিত হল মার্ক্রি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসনের নাম। ডেমোক্র্যাটদের সব সদস্যের ভোট পেয়েছেন তিনি। এই প্রথম কোনও কৃষ্ণাঙ্গ মহিলা মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন।
- রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার করা হল রাশিয়াকে। বুচা গণহত্যার ঘটনায় একযোগে বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছে। এদিকে ইউক্রেন দাবি করল, এই যুদ্ধে রাশিয়ার ১৯ হাজার সেনার মৃত্যু হয়েছে।
জাতীয়
- কানাডার টরেন্টোয় ডাকাতের গুলিতে মৃত্যু হল একজন ভারতীয় ছাত্র কার্তিক বাসুদেবের। গাজিয়াবাদের বাসিন্দা কার্তিক সেখানে পড়তে গিয়েছিলেন।
- `ব্যাপম’ কাণ্ড যিনি ফাঁস করেছিলেন সেই আনন্দ রাইকেই গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি লক্ষ্মণ সিং মাকরম তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছিলেন।
- ১০ এপ্রিল থেকে যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তিই করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানালো কেন্দ্রীয় সরকার। প্রবীণ নাগরিক করোনা যোদ্ধারা সরাসরি প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে এই ডোজ পাবেন। বাকিদের নিজেদের ব্যয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে তা নিতে হবে।
খেলা
- এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মু্ম্বই এফসি ০-৩ গোলে পরাস্ত হল আল শাবাব-এর কাছে।
- কলকাতা ময়দানে আটের দশকে দাপিয়ে খেলে যাওয়া নাইজেরীয় ফুটবলার চিবু এজে এনওয়াকানসা (চিবুজোর) প্রয়াত হলেন ৫৫ বছর বয়সে। তিনি প্রথম নাইজেরীয় যিনি কলকাতার তিনটি প্রধান দলেই খেলেছেন।
বিবিধ
- আকাদেমি পুরস্কার প্রদানের মঞ্চে ঘোষক ক্রিস রককে চড় মারার ঘটনায় অভিনেতা উইল স্মিথকে ১০ বছরের জন্য যে কোন অনুষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষণা করা হল।
৭ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন