কারেন্ট অ্যাফেয়ার্স ৯ এপ্রিল ২০২২

394
0
daily current affairs
Courtesy: Jagran

আন্তর্জাতিক
  • নাটকীয় ঘটনার জেরে শেষ পর্যন্ত পালাবদল হল পাকিস্তানে। এদিনও অনাস্থা প্রস্তাব গ্রহণ করতে সম্মত ছিলেন না ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার। এরপর মধ্যরাতে সুপ্রিম কোর্টের বিশেষ অধিবেশন ডাকেন প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ান। তখন বেগতিক দেখে ইস্তফা দিলেন কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। সংসদ ত্যাগ করে বেরিয়ে গেলেন শাসক দল তেহরিক-ই-ইনসাফ সদস্যরা। সেখানে উপস্থিত ১৭৪ জন বিরোধী সাংসদ প্রত্যেকেই ভোট দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। শেষ পর্যন্ত হেলিকপ্টারে বাসভবন ছাড়লেন তিনি। ইসলামাবাদের রাস্তায় সেনার টহলদারি চলছে।
  •  ইউক্রেনে ঝটিতি সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলনস্কির সঙ্গে বৈঠক করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিন ইউক্রেনের ক্রামাতোরস্তে উদ্ধারকারী ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর ক্ষেপণাস্ত্র হানায় অন্তত ৫০ জন নিহত হলেন।

 

জাতীয়
  • ১২ ফুট উঁচু ৫০০ টন ওজনের ৬০ ফুট দীর্ঘ আস্ত একটা সেতু চুরি হয়ে গেল বিহারে। রোহতক জেলার নাসরিগঞ্জে আরা খালের ওপর ৫০ বছরের পুরনো সেতুটি বাতিল ছিল। সেটি তিন দিন ধরে খুলে নিয়ে যায় চোরেরা। নিজেদের সেচ দপ্তরের পরিচয় দিয়েছিল তারা।
  • জামাত উদ দাওয়া প্রতিষ্ঠাতা মুম্বই হামার মূল চক্রী হাফিজ সইদের ছেলে তলহা সউদকে জঙ্গী হিসাবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

 

খেলা
  • প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে ১০০০ বাউন্ডারি মারার নজির গড়লেন শিখর ধাওয়ান।
  • মেয়েদের ফুটবল প্রস্তুতি ম্যাচে জর্ডনকে ১-০ গোলে হারাল ভারত।

 

বিবিধ
  • ব্রিটেনে কর দেবেন বলে জানালেন অক্ষতা মূর্তি। প্রসঙ্গত, ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা। ইনফোসিস প্রতিষ্ঠাতা নায়ামণ মূর্তির কন্যা অক্ষতার ইনফোসিসে ০.৯ শতাংশ শেয়ার রয়েছে। যেখান থেকে বছরে ১১০ কোটি টাকা আয় করেন তিনি। ব্রিটেনে থাকলেও ভারতের নাগরিক হওয়ায় সেখানে কোনো কর দিতে হয় না তাঁকে। সাম্প্রতিক বিতর্কের জেরে কর দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

৮ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন