কারেন্ট অ্যাফেয়ার্স ১০ এপ্রিল ২০২২

453
0
daily current affairs

আন্তর্জাতিক
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে পিএমএল (এল) নেতা শাহবাজ শরিফের নাম প্রস্তাব করল বিরোধী দলগুলি। ইমরান খানের দলও বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশিকে প্রার্থী করেছে। এদিকে তথ্য বলছে, পাকিস্তানে স্বাধীনতার পর গত ৭৫ বছরে ২৯ জন প্রধানমন্ত্রী পদে বসলেও একজনও মেয়াদ পূর্ণ করতে পারেননি। এর মধ্যে ১৮ জনকে দুর্নীতির অভিযোগ বা সামরিক অভ্যুত্থানে পদ ছাড়তে হয়েছে। ১৯৫১ সালের ১৬ অক্টোবর পদে থাকাকালীন আততায়ীর গুলিতে নিহত হয়েছিল লিয়াকত আলি খান। ৪ বছর ২ মাল তিনি পদে ছিলেন যা সর্বোচ্চ। সর্বনিম্ন ২ সপ্তাহের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইব্রাহিম নুরুল আমিন। সর্বোচ্চ ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরিফ।

 

জাতীয়
  • কেরলের কান্নুরে সিপিআই (এম) এর ২৩ তম পার্টি কংগ্রেস থেকে জানানো হল যে দলের সাধারণ সম্পাদক পদে থাকছেন সীতারাম ইয়েচুরি। পলিট ব্যুরোতে অন্তর্ভুক্ত হয়েছেন রামচন্দ্র ডোম। এই প্রথম কোনও দলিত দলটির পলিট ব্যুরোয় ঠাঁই পেলেন।
  • পাঞ্জাবের ওয়াঘা সীমান্তের আদলে গুজরাটের বনসকন্ঠা জেলার লাবাবেটে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ভিউ পয়েন্টের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

খেলা
  • জুনিয়র মহিলা বিশ্বকাপ হকির সেমিফাইনালে ভারত ০-৩ গোলে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হল।
  • ফর্মুলা ওয়ান অস্ট্রেলীয় গ্রাঁ প্রিতে চ্যাম্পিয়ন হলেন ফেরারির তার্লস লেকলার্ক।

 

বিবিধ
  • ২০২১-২২ অর্থবর্ষে দেশে ৪২৯২১৭টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। তার আগের বছর এই সংখ্যা ছিল ১৩৪৮২১। দ্বিগুনেরও বেশি বেড়েছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি।