কারেন্ট অ্যাফেয়ার্স ১১ এপ্রিল ২০২২

342
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ। তিনি পিএম এল (এন) দলের চেয়ারম্যন এবং পাক পাঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই তিনি। এদিকে শাহবাজ ও তাঁর ছেলে হমজা শেহবাজের বিরুদ্ধে দুর্নীতি মামলা স্থগিত রাখল পাকিস্তানের একটি আদালত। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৬০০ কোটি ও ৩৮০০ কোটি টাকার দুর্নীতির মামলা চলছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। `চোরদের সঙ্গে সংসদে বসতে পারব না’ জানিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দিয়েছেন ইমরান ও তাঁর দলের সব সদস্য।

 

জাতীয়
  • কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়ার জন্য যে সিদ্ধান্ত ইউজিসি নিয়েছে তাকে শিক্ষামহল স্বাগত জানালেও এই পরীক্ষা (সিইউইউটি) প্রত্যাহারের দাবিতে প্রস্তাব গ্রহণ করল তামিলনাড়ু বিধানসভা।
  • ঝাড়খণ্ডের দেওঘরে ত্রিকূট পাহাডে কেবল কার দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হল।
  • ভিডিও মাধ্যমে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই ওয়াশিংটনে দুদেশের বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর `টু প্লাস টু’ বৈঠক শুরু হল।

 

খেলা
  • গেহারবা টেস্টে ৩২০ রানে বাংলাদেশকে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল।

 

বিবিধ
  • উত্তরাখণ্ডের তেহরি জেলার বনাঞ্চলে দাবানলে বহু লক্ষাধিক টাকা মূল্যের বনজ সম্পদের ক্ষতি হয়েছে। মধ্যপ্রদেশের পেঞ্চ ব্যাঘ্র অভয়ারণ্যে মৃত অবস্থায় একটি বাঘের দেহ উদ্ধার হল।

 

১০ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন