কারেন্ট অ্যাফেয়ার্স ১২ এপ্রিল ২০২২

406
0
Current Affairs 30th May
Courtesy: The News Minute

আন্তর্জাতিক
  • কোভিডের নিয়ন্ত্রণ জারি হওয়া, লকডাউন বিধি ভাঙার মামলায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনককে জরিমানা করল লন্ডন পুলিস।
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটির দিন সংখ্যা দুই থেকে কমিয়ে এক করলেন শাহবাজ শরিফ। কাজের সময়ও এগিয়ে আনা হল দু ঘণ্টা।
  • নিজেকে বিশ্বের সব থেকে সত মানুষ বলে দাবি করলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
জাতীয়
  • ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েই ওয়াশিংটনে শেষ হল ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী পর্যায়ের `টু প্লাস টু’ বৈঠক।
  • দেশে তৈরি যাত্রীবাহী বিমান প্রথমবার যাত্রা শুরু করল। উদ্বোধনের সফরে যাত্রী ছিলেন কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়া ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজেজু।
খেলা
  • আইসল্যান্ডের রেইকেজেক ওপেন দাবায় চ্যাম্পিয়ন হলেন ভারতের কিশোর দাবাড়ু আর প্রজ্ঞানন্দ।
  • এ এফ সি কাপের প্রাক যোগ্যতা পর্বের ম্যাচে শ্রীলঙ্কার ব্লুস্টার দলকে ৫-০ গোলে হারাল মোহনবাগান এসি।

 

বিবিধ
  • মার্চ মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি তার আগের বছরের মার্চের তুলনায় ৬.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধির এই হার গত ১৭ মাসের মধ্যে সব থেকে বেশি।
  • ৭০০০ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত সুভাষশঙ্কর পরবকে মিশর থেকে দেশে প্রত্যর্পণ করা হল। তিনি নীরব মোদীর সহযোগী।