আন্তর্জাতিক
- ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকায় কুপিয়ে জখম করা হয়েছিল লেখক হুমায়ুন আজাদকে। এই ঘটনায় নিহত হন আজাদ। সেই মামলায় ৪ জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল আদালত। তাদের মধ্যে দুজন পলাতক।
- পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করল সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি পদে থাকাকালীন তিনি, ১৮ কোটি টাকা মূল্যের একটি নেকলেস উপহার পেয়ে তা সরকারের কাছে জমা না রেখে নিয়ম ভেঙে ব্যক্তিগত সহকারীর মাধ্যমে বিক্রি করে দিয়েছিলেন।
- কর্মীদের পেনশন সংক্রান্ত, দাবি সংক্রান্ত ধর্মঘটে বাংলাদেশে আগাম ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে গেল রেল পরিষেবা।
জাতীয়
- কর্নাটকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা তাঁর পদত্যাগের দাবি উডিয়ে দিলেন। সন্তোষ প্যাটিল নামে একজন ঠিকাদার তাঁর নামে অভিযোগ জানিয়ে আত্মহত্যা করেছেন। মন্ত্রী ৪০ শতাংশ কমিশন না পেলে ৪ কোটি টাকার বিল মেটাবেন না বলে অভিযোগ করে আত্মহত্যা করেছেন তিনি। মন্ত্রীর দাবি সব মিথ্যে প্রচার।
- মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের ৮টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তাঁর বিরুদ্ধে দাউদ ইব্রাহিমের সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি।
খেলা
- চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে তাদের পরাস্ত করল ভিয়ারিয়াল। ২০০৫-০৬ সালের পর দ্বিতীয়বার তারা সেমিফাইনালে উঠল। অন্যদিকে চেলসিকে পরাস্ত করে শেষ চারে উঠল রিয়াল মাদ্রিদ। লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটিও সেমিফাইনালে উঠল।
বিবিধ
- ২০২১-২২ অর্থবর্ষে দেশ থেকে ৪১৯৬৫ কোটি ডলারে পণ্য রপ্তাণি হয়েছে যা একটি রেকর্ড।
- দেওঘর রোপওয়ে বিপর্যয়ে ৪৬ ঘণ্টার অভিযানে ৫৬ জনকে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনি। সেনা, বায়ুসেনা, গরুড় কম্যান্ডো এবং আইটিবিপি জওয়ানরা।