আন্তর্জাতিক
- রাশিয়ায় দুর্নীতির অনুসন্ধান করার জন্য অ্যালেক্সেই নাভালনি যে এফবিকে সংস্থা তৈরি করেছিলেন তাকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করল মস্কোর একটি আদালত৷ সরকারি আইনজীবীরা এই দাবি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি আপাতত কারাবন্দি এবং তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে৷
- মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বন্দি মুক্তি ও বন্দি বিনিময়ের দাবি জানাল ইরান৷ ভিয়েনায় শান্তিবৈঠকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সময়ই এই দাবি তোলা হল৷ বৈঠকে উভয়পক্ষের অবস্থানই ছিল ইতিবাচক৷
জাতীয়
- বর্তমানে কোভিড নিয়ে ভারতের পরিস্থিতিকে জাতীয় সঙ্কট বলে অ্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট৷ আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল আদালত৷ দিল্লিতে অক্সিজেন কালোবাজারি রুখতে সরকার ব্যর্থ বলে কড়া ভাষায় অরবিন্দ কেজরিওয়াল সরকারের সমালোচনা করল দিল্লি হাইকোর্ট৷ অক্সিজেন সরবরাহকারী ৫টি সংস্থাকে আদালত বলেছে “এটা শকুনের মতো কালোবাজারি করার সময় নয়”৷ দেশে এদিন করোনা ভাইরাস প্রাণ কাড়ল ২,৭৭১ জনের৷ সংক্রমিত হলেন ৩,২৩,১৪৪ জন৷ সুস্থ হয়ে উঠলেন আড়াই লক্ষ জন৷ এদিন ব্রিটেন থেকে ১০০টি ভেন্টিলেটর এবং ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছল ভারতে৷ ৮টি অক্সিজেন জেনারেটর পাঠানোর কথা জানাল ফ্রান্স৷ প্রতিটি জেনারেটর ২৫০ শয্যার হাসপাতালে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম৷
- কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি রাজেশ বিন্দল৷ বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণ অবসর নেওয়ার পর তিনি দায়িত্ব নেবেন বলে জানা গেল।
বিবিধ
- ২০২০-২১ অর্থবর্ষে ক্যালকাটা টেলিফোনস ১৮.৬১ কোটি টাকা নিট মুনাফা করেছে৷ পরপর ৫ বছর লোকসান করার পর লাভের মুখ দেখল তারা৷
- ভারতে করোনা পরিস্থিতির মোকাবিলায় ৪০ লক্ষ টাকা অর্থদান করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি৷ এর আগে ওই দেশেরই ক্রিকেকটার প্যাট কমিন্সও ৩৮ লক্ষ টাকা অর্থদান করেছেন করোনা চিকিৎসায় সহযোগিতার জন্য৷
খেলা
- সিএবি-এর উদ্যোগে প্রথম ডিভিশন একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মোহনবাগান৷ এদিন তারা ফাইনালে ৬ উইকেটে পরাস্ত করল ভবানীপুর ক্লাবকে৷
- বায়ার্ন মিউনিখের নতুন ফুটবল কোচ হচ্ছেন জুলিয়ান নগেন্সম্যান (৩৩)৷ ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ২৮ বছর বয়সে বুন্দেশলিগার কনিষ্ঠ কোচ হিসাবে তিনি দায়িত্ব নিয়েছিলেন হফেনহাইম দলের৷
- চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে প্রথম পর্বে ঘরের মাঠে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করল রিয়াল মাদ্রিদ৷