কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ এপ্রিল ২০২২

613
0
daily current affairs
Courtesy: CBS Sports

আন্তর্জাতিক
  • পাকিস্তানে সরকার পতনের পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান যে দাবি করেছিলেন তা খারিজ করে দিল পাক সেনা বাহিনী। সেনা সূত্রে আরও জানানো হয়েছে, অনাস্থা ভোটের বিতর্কের সময় জট থেকে মুক্তির জন্য খোদ ইমরানই সেনার সাহায্য প্রার্থনা করেছিলেন।
  • শ্রীলঙ্কা আন্তর্জাকির ঋণ শোধ করতে পারবে না বলে সাবধান করে দিল আন্তর্জাতিক মূল্যায়ন ও উপদেষ্টা সংস্থা ফিচ রেটিংস এবং গ্লোবাল রেটিংস। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়ে ২০০ কোটি ডলারের সহযোগিতা করেছে ভারত।

 

জাতীয়
  • বিআর আম্বেদকরের ১৩১ তম জন্মবার্ষিকীতে `প্রধানমন্ত্রী সংগ্রহালয়’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাসভবন তিনমূর্তি ভবন এতদিন ছিল নেহরু মিউজিয়াম। সেখানেই ১৫৬০০ বর্গ মিটার এলাকায় ৪৩টি গ্যালারিতে ২৭১ কোটি টাকা খরচ করে দেশের ১৪ জন প্রধানমন্ত্রীর জীবন নিয়ে এই সংগ্রহালয় গড়া হল।
  • কর্নাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা ইস্তফা দিলেন। তিনি ৪০ শতাংশ কমিশন চেয়েছন, এই অভিযোগে আত্মহত্যা করেছিলেন একজন ঠিকাদার। তারপরই ইস্তফার দাবি উঠেছিল ঈশ্বরাপ্পার।
খেলা
  • কলম্বিয়ার প্রাক্তন অধিনায়ক ও বিশ্পকাপার ফ্রেডি রিঙ্কন (৫৫) এক পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন।
  • ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার আনিয়া শ্রুবসোল। ১৪ বছরের ক্রিকেটার জীবনে তিনি ৮ টেস্ট, ৮৬ একদিনের ও ৭৯ টি টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ১৯, ১০৬ ও ১০২টি উইকেট নিয়েছিলেন।

 

বিবিধ
  • ৪১০০ কোটি মার্কিন ডলার খরচ করে টুইটার এর মালিকানা কিনে নেওয়ার প্রস্তাব দিলেন টেসলা-সংস্থার সিইও এলন মাস্ক। বর্তমানে তিনি ৯.২ শতাংশ শেয়ারের মালিক।

 

  ১৩ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন