কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ এপ্রিল ২০২২

435
0
daily current affairs
Courtesy: Sporting News

আন্তর্জাতিক
  • ইউক্রেনের ছোঁড়া নেপচুন ক্ষেপনাস্ত্রে ধ্বংস হয়ে কৃষ্ণসাগরে ডুবে গেল রুশ যুদ্ধজাহাজ মস্কভা। এরপরই কিয়েভে হানা জোরদার করল রাশিয়া। একটি রুশ চ্যানেল একে `তৃতীয় বিশ্বযুদ্ধ’ বলে অ্যাখ্যা দিল।
  • পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ রোয়ান্ডা। সম্প্রতি সে দেশ ঘুরে একটি চুক্তি স্বাক্ষর করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। এখন থেকে ব্রিটেনে একক পুরুষ শরনার্থীদের সেখানে পাঠান হবে। প্রসঙ্গত, ব্রিটেন ও রোয়ান্ডার দূরত্ব প্রায় ৬৫০০ কিলোমিটার।
  • জ্বালানি সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা পেট্রোল পাম্প থেকে দু চাকা, তিন চাকা ও চার চাকা গাড়ির তেল কেনার ঊর্ধ্বসীমা ঠিক করে দিল যথাক্রমে ১০০০, ১৫০০ ও ২০০০ টাকা।

 

জাতীয়
  • নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  • স্টকল্যান্ডে ৭২ বছর বয়সী একজন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক কৃষ্ণ সিং মহিলাদের যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছিল।

 

খেলা
  • ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন জো রুট। তাঁর নেতৃত্বে শেষ ১৭ টেস্টে মাত্র ১টিতে জিতেছে ইংল্যান্ড।
  • এবার ইউরোপা লিগ থেকেও ছিটকে গেল বার্সেলোনা। ফ্র্যাঙ্ককার্টের কাছে কোয়ার্টার ফাইনালে পর্যদুস্ত হল তারা।

 

বিবিধ
  • ১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং সংগ্রহ করেছিলেন চাঁদের ধুলো। নিলামে তার দাম উঠল ৫,০৪,৩৭৫ ডলার।

 

১৪ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন