কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ এপ্রিল ২০২২

428
0
daily current affairs
Courtesy: BBC

আন্তর্জাতিক
  • ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপনাস্ত্র হামলা তীব্রতর করল রাশিয়া। অন্যদিকে তারা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সহ একগুচ্ছ ব্রিটিশ রাজনীতিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল।
  • তিন ধর্মের উৎসব চলাকালীন অপ্রীতিকর ঘটনা ঘটল জেরুজালেমে। ইহুদিদের পাসওভার উৎসব, খ্রিস্টানদের ইস্টার এবং মুলসিমদের রমজান মাস চলার সময় আল-আকসা মসজিদ চত্বরে প্যালেস্টাইনের বিক্ষোভকারী ও ইউরায়েলি পুলিশ বাহিনীর সংঘষের্ আহত হলেন ১৫৩ জন।
  • পাকিস্তানের নতুন জোট সরকারকে উদ্দেশ করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, “চোরদের হাতে চলে গেছে গোটা দেশটা’’।

 

জাতীয়
  • পাঞ্জাবের প্রতি পরিবারে দুমাসে ছশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করল আপ সরকার। অন্যদিকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গত ১৪ এপ্রিল বৈশাখী উৎসবের সময় মদ্যপ অবস্থায় দমদমা সাহিব গুরুদ্বারে প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠল।
  • গুজরাটের খরাঠিতে ১০৮ ফুট উঁচু হনুমান মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিমলার পরে খরাঠিতে দ্বিতীয় মূর্তির উদ্বোধন হল। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও অনুরূপ মূর্তি তৈরি করা হবে বলে জানানো হল।

 

খেলা
  • কেরলের মালাপ্পুরমে ৭৪ তম সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে বাংলা ১-০ গোলে পরাস্ত করল পাঞ্জাবকে।
  • ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হারিয়ে দিল নরউইচ সিটিকে। হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

 

বিবিধ
  • ১৮৩ দিন মহাকাশে কাটানোর পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন চিনের ৩ জন নভশ্চর। প্রসঙ্গত, এর আগে চিনের কোনও নভশ্চর এত দীর্ঘ সময় মহাকাশে কাটাননি।