কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ এপ্রিল ২০২২

469
0
daily current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • রাশিয়ার হামলায় মারিয়াপাল শহরের ৯০ শতাংশ পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার কথায় `শহরটির আর অস্তিত্ব নেই।’ রাষ্ট্রসঙ্ঘের দাবি, অন্তত ৫০ লক্ষ মানুষ ইউক্রেন ছেডেড় পালিয়েছেন। ইউক্রেন আক্রমণে গতি বাড়াতে রাশিয়ার সঙ্গে জোট বেঁধেছে সিরিয়া। এই যৌথ বাহিনী অতীতে সিরিয়ার গৃহযুদ্ধে সরকারি বাহিনীর হয়ে লড়াই করেছিল।
  • পাকিস্তানের সিয়ালকোটে গত বছরের ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার নাগরিক প্রিয়ন্ত কুমারকে (৪৭) পিটিয়ে হত্যা করেছিল একদল উন্মক্ত মানুষ। সেই ঘটনায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পাক পাঞ্জাব প্রদেশের সন্ত্রাস বিরোধী আদালত।
  • জ্বালানি সঙ্কটে ৩৫০০ মেগাওয়াটের একটি তাপবিদ্যুত কেন্দ্র বন্ধ করে দিতে হল পাকিস্তানকে।

 

জাতীয়
  • দেশের ২৯ তম সেনাপ্রধান হবেন বর্তমান লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। ৩০ এপ্রিল জেনারেল মনোজ মুকুন্দ নরবনে অবসর নেওয়ার পর তিনি ওই পদে বসবেন।
  • উত্তরপ্রদেশে লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত মন্ত্রিপুত্র আশিস মিশ্রকে এলাহাবাদ হাইকোর্ট যে জামিন দিয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

 

খেলা
  • ৭৩ তম সন্তোষ ট্রফির ম্যাচে বাংলাকে ২-০ গোলে হারিয়ে দিল কেরল।
  • ড্যানিস ওপেন সাঁতারে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতল ভারতের ১৬ বছর বয়সী সাঁতারু বেদান্ত মাধবন।

 

বিবিধ
  • রাজস্থানের মেহন্দিপুর বালাজিতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উল্ট থেকে ১১ কোটি টাকার কয়েন উধাও হয়ে যাওয়ার ঘটনার তদন্ত শুরু করল সিবিআই।