কারেন্ট অ্যাফেয়ার্স ২০ এপ্রিল ২০২২

505
0
daily current affairs
Courtesy: Tribune India

আন্তর্জাতিক
  • পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ৫ জন মহিলা। তাঁরা হলেন শেরি রহমান, হিনা রব্বানি খার, মরিয়ম ঔরঙ্গজেব, আয়েবা গউস পাশা এবং সাজিয়া মারি।
  • উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে কীনা সে বিষয়ে সিদ্ধান্তের ভার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের হাতে ছেড়ে দিল ব্রিটেনের অভিবাসন আদালত
  • মায়ানমার থেকে পালিয়ে আসা কয়েক হাজার রোহিঙ্গা মুসলিমের আশ্রয়স্থল ছিল মালয়েশিয়ার সুঙ্গাই বাকাপ শিবির। সেখানে গোষ্ঠী সংঘর্ষে পলাতক হলেন ৫৮২ জন। তাঁদের মধ্যে ৬ শরনার্থীর মৃত্যু হল পথ দুর্ঘটনায়।

 

জাতীয়
  • কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের লগ্নি আহ্বানের অঙ্গ হিসেবে ষষ্ঠ বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিট বা ষষ্ঠ বিশ্ব বাংলা শিল্প সম্মেলন শুরু হল। বাংলায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। রাজ্যে দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ-বিদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ১৫টি মউ স্বাক্ষরিত হল।
  • গুজরাটের গান্ধীনগরে `গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন’ শীর্ষ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাগনস গেব্রিয়েসাস অংশ নিলেন। তাঁর অনুরোধ মেনে তাঁকে `তুলসীভাই’ ভারতীয় নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

খেলা
  • উইম্বলডন টেনিসে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ ঘোষণা করল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।
  • মঙ্গোলিয়ায় এশীয় কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন হরপ্রীত সিং। সোনা জিতেছেন সুনীল কুমার।

 

বিবিধ
  • ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার সঙ্গে কোনও বাণিজ্যে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিলো টাটা স্টিল।

 

১৯ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন