কারেন্ট অ্যাফেয়ার্স ২১ এপ্রিল ২০২২

484
0
daily current affairs
Courtesy: News 18

আন্তর্জাতিক
  • পূর্ব ইউক্রেনের ডনবাস এলাকার বন্দরশহর মারিয়াপোলে বিশেষ সেনা অভিযান চালিয়েছিল রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি শুরু হয় এই একতরফা যুদ্ধাভিযান। এদিন মারিয়াপোলকে স্বাধীন বলে ঘোষণা করলেন রুশ রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিন। শহরের মাঝখানে আজভস্টল লৌহ ইস্পাত কারখানার বাঙ্কারে আশ্রয় নেওয়া প্রায় হাজার খানেক মানুষের ভবিষ্যত এখন প্রশ্নের মুখে।
  • বাংলাদেশের একজন শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের কোনও সারবত্তা নেই বলে জানালো তদন্ত কমিটি। প্রসঙ্গত, ১৯ দিন কারাবন্দি থাকতে হয়েছিল তাঁকে।

 

জাতীয়
  • ২ দিনের ভারত সফরে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এদিন আমেদাবাদ থেকে সফর শুরু করে ঘুরে দেখলেন সবরমতিতে মহাত্মা গান্ধির স্মৃতি বিজরিত আশ্রম। তাঁর হাতে দুটি বই তুলে দিলেন বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের পুত্র কার্টিকেয়।
  • কলকাতায় সমাপ্ত হল ষষ্ঠ বিশ্ব বঙ্গ সম্মেলন। স্বাক্ষরিত হল ১৩৭টি সমঝোতাপত্র ও আগ্রহপত্র। ৩৪২৩৭৫ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে এবং ৪০ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

খেলা
  • ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে ঘোষিত হল এরিক টেন হ্যাগের নাম।
  • ৩৫ তম লা লিগা খেতাব জয় নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ।

 

বিবিধ
  • শিখগুরু তেগ বাহাদুরের ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে লালকেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশিত হল বিশেষ স্মারক মুদ্রাও।

 

২০ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন