কারেন্ট অ্যাফেয়ার্স ২২ এপ্রিল ২০২২

520
0
daily current affairs

আন্তর্জাতিক
  • উত্তর আফগানিস্তানের কুন্দুজের একটি মসজিদে একটি বিস্ফোরণে অন্তত ৩৩ জনের প্রাণহানি হল
  • দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রপতি মুন জায়ে ইনকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠালেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিং জং উন। ১০ মে দক্ষিণের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন অতি রক্ষণশীল ইয়নু সোক ইয়োল।

 

জাতীয়
  • নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিস জনসন। শিক্ষা, বায়শক্তি, আনবিক শক্তি, মহাকাশ গবেষণা প্রভৃতি বিষয়ে চুক্তিও স্বাক্ষরিত হল।
  • জম্মুর সুঞ্চোয়ান এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন সিআইএমএফের অফিসার এস পি প্যাটেল। ৫ ঘণ্টার সংঘর্ষের পর নিহত হয় ২ জঙ্গি। তারা পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
  • মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
খেলা
  • আর্চারি বিশ্বকাপে মিকসড রিকার্ভ বিভাগের ফাইনালে উঠল ভারতীয় জুটি তরুণদীপ রাই এবং রিধি ফোর।
  • এশীয় কুস্তি প্রতিযোগিতার ৫৭ কোজি বিভাগে অংশু মালিক ও ৬৫ কেজি বিভাগে রাধিকা রূপোর পদক জিতলেন। ৬২ কেজি বিভাগে ব্রোঞ্চ জিতলেন মনীষা।

 

বিবিধ
  • নীতি আলোগের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমার। ৩০ এপ্রিল তাঁর পদের মেয়াদ শেষ হত। তাঁর স্থানে অর্থনীতিবিদ সুমন বেরিকে নিয়োগ করা হয়েছে।