কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ এপ্রিল ২০২২

356
0
WBPDCL Recruitment 2023

আন্তর্জাতিক
  • ফ্রান্সের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হলেন ইমানুয়েল মাকরঁ। আধুনিক ফ্রান্সে এই প্রথম কেউ পর পর দুবর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন। তিনি ৫৮.২ শতাংশ ভোট পেলেন। অতি দক্ষিণপন্থী মারিন ন্য পেন পেলেন ৪১.৮ শতাংশ ভোট।
  • নাইজিরিয়ার দক্ষিণে ইমো প্রদেশে একটি বেআইনি তৈল শোধনাগারে বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১০৮ জনের। প্রসঙ্গত, নাইজিরিয়ায় সরকারি ও বেসরকারি পাইপ লাইন থেকে তেল চুরির পর তা শোধন করে কালো বাজারে বিক্রির বহু বেআইনি সংস্থা সক্রিয়।
  • মোবাইলে টিকটক ও পাবজি অ্যাপ নিষিদ্ধ করল তালিবন সরকার। তারা আগেই সিনেমা, গান টেলিভিশনের ধারাবাহিক সম্প্রচার নিষিদ্ধ করেছিল।

 

জাতীয়
  • দুদিনের সফরে ভারতে এলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েল। দুপক্ষের মধ্যে বাণিজ্য, পরিবেশ, উষ্ণায়ন, বিকল্প শক্তি নিয়ে আলোচনা হল।
  • চিনা নাগরিকদের পর্যটন ভিসা বাতিল করল ভারত। প্রসঙ্গত কোভিডের কারণে চিন থেকে চলে আসা ভারতীয় পড়ুয়াদের পুনরায় চিন যাওয়ার বিষয়ে এতদিনেও কোনো সায় জানায়নি চিন। তার প্রতিবাদে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

 

খেলা
  • ফরাসি লিগ চ্যাম্পিয়ন হল প্যারিস সাঁ জা। এই নিয়ে ১০ বার তারা এই খেতাব জিতে স্পর্শ করল সঁত এতিয়েনের নজির।
  • এদিন লেনসকে ১-০ গোলে হারাবার পর ৪ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হল তারা।
  • স্প্যানিস সুপার কাপ চ্যাম্পিয়ন হল রিয়াল বেতিস।
  • রাজস্থানকে ৩-০ গোলে সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠল বাংলা।

 

বিবিধ
  • গত ২১ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৯৭ জিগাওয়াট। ঘাটতি ৬ গিগাওয়াট। অথচ খনি থেকে দূরে অবস্থিত দেশের ১৫৫টি তাপবিদ্যুত কেন্দ্রে কয়লার মজুত স্বাভাবিকের থেকে ২৬ শতাংশ কম রয়েছে।