কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ এপ্রিল ২০২২

360
0
daily current affairs
Courtesy: Telangana Today

আন্তর্জাতিক
  • সুদানের দারফুরে গোষ্ঠী সংঘর্ষে ১৬৮ জন নিহত হলেন। পশ্চিম দারফুরের ক্রিস্কে এলাকায় মাসালিস্ট সংখ্যালঘুদের ওপর এক বিশেষ জনজাতি গোষ্ঠী হামলা চালায়।
  • ইউক্রেনের মারিয়ুপোলে আজভস্টন কারখানায় অবরুদ্ধ সাধারণ মানুষের নিরাপদে বেরিয়ে আসার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।
  • মায়ানমারের নোবেলজয়ী নেত্রী আং সাং সুকি ইয়াঙ্গনের মুখ্যমন্ত্রীর থেকে ৬ লক্ষ ডলার ঘুষ নিয়েছেন –এই মামলার রায় ঘোষণা স্থগিত রাখল নেপিদয়ের একটি আদালত।

 

জাতীয়
  • উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের ক্ষমতা ছাঁটাই করে একটি বিল পাশ হল তামিলনাড়ু বিধানসভায়।
  • `রাইসিনা সংলাপ’-এর উদ্বোধন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেরয়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক হল তাঁর।

 

খেলা
  • ৭৫ তম সন্তোষ ট্রফিতে বাংলার বিরুদ্ধে খেলবে মণিপুর।
  • শিলংয়ে অনুষ্ঠিত জাতীয় টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন শ্রীজা আকুলা। রানার আপ হলেন মৌমা দাস। পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন শরত কমল। এই নিয়ে দশম বার এই খেতাব জিতলেন তিনি।

 

বিবিধ
  • ৪৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার–এর অবশিষ্ট শেয়ার কিনে নিলেন এলন মাস্ক। বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলন মেসেজিং অ্যাপটির ১০০ শতাংশ অংশীদারির মালিক।