কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ এপ্রিল ২০২১

675
0
daily current affairs
Courtesy: Times Now

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কায় প্রকাশ্য স্থানে বোরখা, নিকাব ইত্যাদি যে-কোনও ধরনের মুখঢাকা পোশাক নিষিদ্ধ করা হল৷ সেখানকার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিল৷ ২০১৯ সালে ইস্টার রবিবারে সন্ত্রাসবাদীদের আত্মঘাতী হামলায় আড়াইশোর বেশি দেশি-বিদেশি মানুষের মৃত্যুর পর নিরাপত্তার প্রশ্নে একাধিক ব্যবস্থা নিয়েছে কলম্বো৷ মুখঢাকা পোশাক নিষিদ্ধ করা তারই অঙ্গ বলে জানানো হয়েছে৷ জনসুরক্ষা মন্ত্রী শরৎ বীরশেখরের পেশ করা এই বিষয়ক একটি বিল শ্রীলঙ্কার সংসদেও আলোচনাতে রয়েছে৷ শ্রীলঙ্কায় পাক হাইকমিশনার সাদ খট্টক এই সিদ্ধান্তকে বলেছেন “বৈষম্যের রাজনীতি”৷ এদিকে করোনা পরিস্থিতিতে জন সমাগমের নিষেধাজ্ঞা অমান্য করায় জাফনায় শ্রী কামাক্ষী আম্মান কোভিন মন্দিরের চেয়ারম্যান এবং বোর্ড অব ট্রাস্ট্রির সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে৷
  • বিশ্বে একটানা ৯ সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী৷ মোট ৩১ লক্ষ ৫৬ হাজার ৬৯৮ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷ এদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই৷ ওই ভিডিও বৈঠক থেকে তিনি দেশগুলিকে করোনা প্রতিষেধক পাঠানোর প্রস্তাব করলেন৷ এর মধ্যে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রতিষেধকের প্রশ্নে ভারতের ওপর নির্ভরশীল ছিল৷

 

জাতীয়
  • দেশে করোনা সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা ২ লক্ষ অতিক্রম করল (২,০১,১৮৭)৷ একদিনে রেকর্ড ৩,২৯৩ জনের প্রাণহানি হল ও ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন সংক্রমিত হলেন৷ শুধু মহারাষ্ট্রেই ৬৬ হাজার জন সংক্রমিত হয়েছেন৷ এদিন দিল্লিতে মৃতদেহ দাহ করতে ২০ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে৷ বিভিন্ন শ্মশানে গণচিতা জ্বালিয়েও মৃতদেহের সময়মতো সৎকার করা যাচ্ছে না৷ ইতিমধ্যেই ব্রিটেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম, কানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মরিশাস, সুইডেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারতের দিকে৷ তবে রাষ্ট্রসঙ্ঘের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করল ভারত৷ ভারতে প্রতিষেধক তৈরির কাঁচামাল পাঠানো মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ রেখেছিল, সেই প্রসঙ্গ তুলে চিনের সরকারি মুখপাত্র “গ্লোবাল টাইমস”-এ ভারতের বিপর্যয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে৷ এদিকে দেশে টিকার আকাল তীব্র হয়ে উঠেছে৷
  • ভূমিকম্প অনুভূত হল অসমে৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪৷ দীর্ঘ ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়৷ কম্পনের উৎস ছিল শোণিতপুরেরর ঢেকিয়াজুলি৷ সেখানে গ্রীষ্মে জলশূন্য নদী গাধর জুলি কম্পনের পরেই জলে ভরে গেল৷ আমিনগাঁওতে মাটির ওপরে উঠে এল কুয়ো৷ জমিতে লম্বা ফাটল দেখা গেল নানাস্থানে৷ গত ষাট বছরে এত ভয়াবহ ভূমিকম্প হয়নি অসমে৷

 

বিবিধ
  • শিশুসাহিত্যিক অনীশ দেব (৭০) প্রয়াত হলেন৷ রহস্য রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞানের গল্পে তিনি ছিলেন অসামান্য জনপ্রিয়৷ ভূতনাথের ডায়েরি, গোয়েন্দা এসিজি এবং বিজ্ঞান বিষয়ক অসংখ্য বইয়ের রচয়িতা তিনি৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যার প্রাক্তন পড়ুয়া অনীশ দেব৷ তিনি কোভিড সংক্রমণেই প্রাণ হারালেন৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞানের বিভিন্ন শাখায় যাঁরা সফল তাঁদের “ন্যাশনাল আকাদেমি অব সায়েন্সেস”-এর সদস্যপদ দেওয়া হয়৷ এবছর যে ১২০ জনকে বেছে নেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন বাঙালি বিজ্ঞানী শঙ্কর ঘোষ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রির এই প্রাক্তন ছাত্র বর্তমানে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা করছেন৷৷

 

খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি ২-১ গোলে জয়ী হল প্যারিস সাঁ জাঁ দলের বিরুদ্ধে৷
  • ম্যাচ গড়পেটা করার দায়ে শ্রীলঙ্কার প্রাক্তন পেসার ও কোচ নুয়ান জোয়সাকে সব ধরনের ক্রিকেট থেকে ৬ বছরের জন্য নির্বাসিত করল আইসিসি৷