কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ এপ্রিল ২০২২

503
0
daily current affairs

আন্তর্জাতিক

  • করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হলেন ৪ জন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে চিনা ভাষার শিক্ষাকেন্দ্র কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে এই বিস্ফোরণে ওই প্রতিষ্ঠানটির ২ জন শিক্ষিকা ও সংস্থার ডিরেক্টর, সহ ৩ চিনা নাগরিকের মৃত্যু হল। বালোচ লিবারেশন আর্মির মহিলা সদস্য মারি বালোচ এই আত্মঘাতী হামলা চালিয়েছেন বলে জানা গিয়েছে।
  • রাশিয়ার পশ্চিমে ইউলিয়ানভস্ক প্রদেশের ভেসকায়েম গ্রামে কিন্টারগার্টেন স্কুলে ২ শিশু ও ১ শিক্ষিকাকে গুলি করে নিজেও আত্মঘাতী হল এক আততায়ী।

 

জাতীয়
  • ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে বলে রিপোর্ট পেশ করল মার্কিন যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’।পরপর তিন বছর তারা এই এই রিপোর্ট পেশ করল। মার্কিন বিদেশমন্ত্রক পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকেও সমর্থন করল তারা।
  • ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ভারত বায়োটেক সংস্থার কোভ্যাক্সিন প্রতিষেধক জরুরি ভিত্তিতে প্রয়োগে সম্মতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।

 

খেলা
  • বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব ডায়মন্ডহারবার এফসি, অল এয়ারলাইনস রিক্রিয়েশন ক্লাব ও বেঙ্গল স্পোর্টস অ্যাকাডেমি –এই চারটি দলকে প্রথম ডিভিশন ফুটবল লিগে খেলার অনুমতি দিল আইএফএ।

 

বিবিধ
  • এলআইসি-এর সাডে তিন শতাংশ শেয়ার ৪-৯ মে তারিখের মধ্যে বিক্রির কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতি শেয়ারের দাম সর্বনিম্ন ৯০২ টাকা।