কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ এপ্রিল ২০২২

500
0
Current Affairs 28th April

আন্তর্জাতিক
  • যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়ানোয় পোল্যান্ড ও বুলগেরিয়ায় জ্বালানি পাঠানো বন্ধ করে দিল রাশিয়া। তাদের হুমকি, প্রয়োজনে গোটা ইউরোপে জ্বালানি বন্ধ করে দেওয়া হবে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির বক্তব্য, `জ্বালানিকে যুদ্ধের অস্ত্র করছে রাশিয়া’।
  • পাকিস্তানের নবীনতম বিদেশমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিলাবল ভুটো জারদারি। বিদেশ প্রতিমন্ত্রী হলেন হিনা রব্বানি খান।

 

জাতীয়
  • তামিলনাড়ুর তাভাঞ্জুর জেলার কালিমেদু গ্রামে আয়াপ্পাস্বামী উতসবে রথযাত্রার সময় রথে বিদ্যুতের হাই টেনশন তারের স্পর্শ লাগে। এই ঘটনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে  ১১ জনের মৃত্যু হয়েছে।
  • কেন্দ্রীয় বিদ্যালয়ে সাসংদ কোটা ও জেলাশাসকের কোটায় ভর্তির সুযোগ বন্ধ করে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
  • কংগ্রেসে যোগদানের প্রস্তাব খারিজ করে দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তাঁর সংস্থা আই প্যাক টিআরএসকে পরামর্শ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

 

খেলা
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলায় `বি’ গ্রুপে দ্বিতীয় স্থান পেল মুম্বই সিটি এফসি। তবে গোল পার্থক্যের নিরিখে তারা পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হল।

 

বিবিধ
  • `স্পেস এক্স’ সংস্থার হয়ে মহাকাশে যাত্রা করল ৪ জন নভশ্চর। `ক্রিউ ৪’ নাম এই বিশেষ দলটি মহাকাশে মাটি ছাড়াই গাছের চাষ করার এবং মানুষের জন্য প্রোটিন ভিত্তিক কৃত্রিম রেটিনা তৈরির পরীক্ষা চালাবে।