কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ এপ্রিল ২০২২

460
0
daily current affairs
Courtesy: ICC Cricket

আন্তর্জাতিক
  • প্রথমে রাশিয়া গিয়ে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেস। তারপর ইউক্রেন গিয়ে যুদ্ধবিধস্ত এলাকাগুলি ঘুরে দেখলেন তিনি।
  • একদিনের বাংলাদেশ সফরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানকার বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিনই বাংলাদেশের কক্স বাজারে রোহিঙ্গাদের শরণার্থী শিবির ও সাতক্ষীরায় সুন্দরবনের সাইক্লোন বিধ্বস্ত কুলতলি গ্রাম পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন।

 

জাতীয়
  • উচ্চশিক্ষা বা চাকরির কারণে দেশ ছাড়ার পর দেশের নাগরিকত্বও ছাড়ছেন অনেক ভারতীয়। গত সাডে সাত বছরে সেই সংখ্যাটা ৮.৮১ লক্ষ। অর্থাত প্রতিদিন প্রায় ৩৫০ জন। একটি সমীক্ষায় এই তথ্য জানা গেল।
  • পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ৯০ বছর বয়সী নৃত্যশিল্পী মায়াধর রাউতকে অমানবিকভাবে উচ্ছেদ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। দিল্লির এশিয়ান গেমস ভিলেজ থেকে তাঁকে উচ্ছেদ করা হয়। ২০১৪ সালেই বাংলোয় থাকার অনুমোদন খারিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

 

খেলা
  • ৭৫ তম সন্তোষ ট্রফির সেমিফাইনালে কর্নাটককে ৭-৩ গোলে হারিয়ে দিল কেরল। কেরলের জেসিটি কে একাই ৫টি গোল করলেন।
  •  ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন বেন স্টোকস।

 

বিবিধ
  • বিশ্বের অন্যতম জনপ্রিয় কোকাকোলা সংস্থা কিনে নিতে চান বলে জানালেন বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক।৪৪০০ কোটি ডলারে `টুইটার’ কেনার তিন দিনের মধ্যেই রসিকতার ঢঙে এই কথা বললেন তিনি।

 

২৭ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন