কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ এপ্রিল ২০২২

schedule
2022-05-02 | 07:06h
update
2022-05-02 | 07:06h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: SportsAdda

আন্তর্জাতিক
  • রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সফরের মাঝখানেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপনাস্ত্র হামলা চালালো রাশিয়া। রাশিয়ার দাবি, নেপচুন ক্ষেপনাস্ত্র বানানোর কারখানায় হামলা চালানো হয়েছে। তবে সাধারণ মানুষের আবাসনেও ক্ষেপনাস্ত্র হানার ছবি প্রকাশ্যে এসেছে। রেডিও নিবার্টি নামক সংবাদ সংস্থা জানিয়েছে, কিয়েভে রুশ হামলায় নিহত হয়েছেন সাংবাদিক ভিরা হাইরিচ (৫৫)।
  • ২৬০ রকম জরুরি ওষুধে ঠাসা ১০৭টি বাক্স নিয়ে ভারতীয় নৌ সেনার রণতরি আইএনএস ঘড়িয়াল কলম্বো পৌঁছল। শ্রীলঙ্কা সরকালেল অনুরোধে এই ওষুধ পাঠাল ভারত।
Advertisement

 

জাতীয়
  • বেলা ২টা ৫০ মিনিটে বিদ্যুতের চাহিদা বেড়ে হল ২০৭১১১ মেগাওয়াট যা একটি রেকর্ড। যদিও বিদ্যুত উতপাদন কেন্দ্রগুলিতে কয়লা মজুতের পরিমাণ নিম্নমুখী। সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটির তথ্য, দেশের ১৬৫টি তাপবিদ্যুত কেন্দ্রের ৫৬টিতে কয়লার মজুত ১০ শতাংশ বা তার নীচে নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত কয়লাবাহী মালগাড়ি চালাতে ৭৫৩টি যাত্রীবাহী ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করল ভারতীয় রেল।
  • চাকরি ছেড়ে রাজনীতির দল গড়েছিলেন শাহ ফয়জল। কাশ্মীর উপত্যকার প্রথম আইএএস ফয়জল পুনরায় ওই চাকরিতে ফিরছেন।

 

খেলা
  • এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মোলোকাই চ্যানেল জয় করলেন বাংলার সায়নী দাস। এর আগে ইংলিশ চ্যানেল, রটনেস্ট ও ক্যাটলিনা চ্যানেল জয় করেছিলেন তিনি।
  • মণিপুরকে ৩-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির ফাইনালে উঠল বাংলা।
  • কর ফাঁকির অভিযোগে প্রাক্তন জার্মান টেনিস তারকা বরিস বেকারকে আড়াই বছরের কারাদণ্ড দিল সাউথ ক্রাউন আদালত।

 

বিবিধ
  • ১৩ বছর বয়সে স্নাতক হল মার্কিন কিশোর এলিয়ট ট্যানার।
  • ১২ মে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হাতে পাবে সে। ৯ বছরেই স্কুলের পড়া শেষ করেছিল সে।

 

২৮ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 16:10:42
Privacy-Data & cookie usage: