কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ এপ্রিল ২০২২

459
0
daily current affairs
Courtesy: NortheastNow

আন্তর্জাতিক
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরের স্মৃতি সুখকর হল না শাহবাজ শরিফের। বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোসহ আরও অনেককে নিয়ে সৌদি আরব সফরে গিয়েছিলেন তিনি। মদিনা মসজিদে প্রার্থনা জানাতেও যান তাঁরা। সেখানে পাকিস্তানি তীর্থযাত্রীরা শাহবাজকে `চোর’ বলে কটূক্তি করতে থাকে। পাক তথ্য সম্প্রচারকমন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব ও প্রাক্তন স্পিকার শাহজাইন বগিতিকেও হেনস্তা করা হয়। ওই তীর্থযাত্রীদের গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।
  • রমজান মাসের শেষ শুক্রবারে কাবুলের একটি মসজিদে প্রার্থনা চলার সময়েই বোমা বিস্ফোরণে নিহত হলেন ১০ জন।

 

জাতীয়
  • দেশের ২৯ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল মনোজ পান্ডে। কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার হিসেবে তিনি সেনাপ্রধানের দায়িত্ব নিলেন।
  • নয়াদিল্লির বিজ্ঞানভবনে দেশের মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টগুলির প্রধান বিচারপতিদের নিয়ে শীর্ষ সম্মেলন (জয়েন কনফারেন্স অব দ্য হাইকোর্টস) অনুষ্ঠিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের প্রধান বিচারপতি এনভি রামনাও উপস্থিত ছিলেন সম্মেলনে।

 

খেলা
  • লা লিগা চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। এদিন এস্পানিয়লকে ৪-০ গোলে
  • হারানোর পরই তাদের খেতাব নিশ্চিত হল। এই নিয়ে রিয়াল ৩৫ বার লা লিগা জিতল। একই সঙ্গে তাদের কোচ কার্লো আনতেলোত্তি প্রথম ম্যানেজার হিসেবে ইউরোপের শ্রেষ্ঠ ৫টি লিগ জেতার রেকর্ড গড়লেন।
  • এশিয়া চ্যাম্পিয়নশিপ সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু।

 

বিবিধ
  • ফেমা আইন (বিদেশি মুদ্রা পরিচালন আইন) ভাঙার অভিযোগে চিনা মোবাইল সংস্থা শাওমি–এর ৫৫৫১.২৭ কোটি টাকার তহবিল বাজেয়াপ্ত করল ইডি।