কারেন্ট অ্যাফেয়ার্স ১ মে ২০২২

502
0
daily current affairs
Courtesy: IGN

আন্তর্জাতিক
  • ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত লিলিভ শহরে গিয়ে যুদ্ধে আক্রান্ত শিশুদের সঙ্গে দেখা সাক্ষাত করলেন রাষ্ট্রসংঘের বিশেষ দূত তথা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
  • কমিকস শিল্পী নীল আডামস প্রয়াত হলেন। ব্যাটম্যান, গ্রিন অ্যারো, গ্রিন ল্যান্টার্নের মতো বিভিন্ন বিখ্যাত সুপার হিরো কমিকস চরিত্র আঁকতেন তিনি।
  • ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলায় নিহত হয়েছিলেন বহু মানুষ। হামলার লক্ষ্য ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পলাতক জেএমবি জঙ্গি কাজি সাহিরুদ্দিন মন্ডলকে। পলাতক ওই জঙ্গিকে এদিন পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার একটি ভেড়ি থেকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশ।
জাতীয়
  • ভারতীয় বংশোদ্ভূত নন্দ মূলচন্দানি মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রথম মুখ্য প্রযুক্তি আধিকারিক নিযুক্ত হলেন।
  • ১২৫ বছর পূর্তি হল রামকৃষ্ণ মঠ ও মিশনের। ১৮৯৭ সালের ১ মে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে  স্বামী বিবেকানন্দের নেতৃত্বে রামৃষ্ণ মিশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
খেলা
  • ব্যাঙ্ককে মহিলাদের দ্বিতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতল ভারত। ভারতের সিনিয়র মহিলা দল পেল ব্রোঞ্জের পদক।
বিবিধ
  • এপ্রিল মাসে দেশে জিএসটি আদায় নতুন নজির তৈরি করল। মার্চে ১.৬৮ লক্ষ কোটি টাকা আদায় হয়েছে যা ২০১৭ সালের জুলাই মাসে জিএসটি চালুর পর থেকে সর্বাধিক।