আন্তর্জাতিক
- ইউক্রেনের মারিয়ুপোলে আজভস্টল ইস্পাত কারখানার নিচে বাঙ্কারে আশ্রয় নেওয়া শতাধিক মানুষকে উদ্ধার করলেন স্বেচ্ছাসেবকরা। গত দুমাস ধরে তাঁরা সেখানে আশ্রয় নিয়েছিলেন।
- মদিনায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পাক তীর্থযাত্রীরা `চোর’ স্লোগান দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে। তাই ইমরানের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা ঋজু করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এই কথা জানালেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা।
জাতীয়
- কাউকেই করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য বাধ্য করা যায় না বলে রায় দিল সুপ্রিম কোর্ট। বর্তমান টিকাকরণ নীতিকে অযৌক্তিক বলা যায় না বলেও মন্তব্য করল সর্বোচ্চ আদালত। একটি জনস্বার্থ মামলায় এই রায় দেওয়া হয়েছে।
- তিন দেশীয় ইউরোপ সফরে জার্মানি পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খেলা
- ইতিহাস গড়লেন ভারতের অষ্টাদশী কিশোরী হর্ষদা শারদ গারুদ। গ্রিসে বিশ্ব ভারোডোলন চ্যাম্পিয়নশিপে ৪৫ কেজি বিভাগে ১৫৩ (৭০৮৮৩) কেজি ভারোডোলন করে সোনা জিতলেন তিনি। এই প্রথম কোনও ভারতীয় এই প্রতিযোগিতায় সোনা জিতলেন।
- ৭৫ তম সন্তোষ ট্রফি প্রতিযোগিতায় রানার আপ হল বাংলা। দিন ফাইনালে টাইব্রেকারে তারা পরাস্ত হল কেরলের কাছে।
বিবিধ
- ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য পেট্রোলচালিত ভেসেল `কমলাদেবী’ নির্মাণ সম্পূর্ণ করল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। ৫০ মিটার লম্বা সাড়ে ৭ মিটার চওড়া ভেসেলটি ৩৪ নটিক্যাল মাইল প্রতি ঘণ্টা বেগে চলতে পারে।