আন্তর্জাতিক
- আফগানিস্তানের হেরাটে মহিলাদের গাড়ি চালানোর জন্য আর নতুন করে লাইসেন্স দেওয়া হবে না বলে জানালো তালিবান প্রশাসন। প্রসঙ্গত, তালিবানরা ক্ষমতায় আসার পরেই মেয়েদের স্কুলে যাওয়ার স্বাধীনতায় কোপ পড়েছিল।
- রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন খোদ পোপ ফ্রান্সিস। কিন্তু সে সময় মেলেনি। এই আক্ষেপ করলেন স্বয়ং পোপ ফ্রান্সিসই। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে যে সামরিক অভিযান চালাচ্ছে তাকে সমর্থন করেছেন রুশ অর্থোডক্স গির্জার প্রধান পেট্রিয়াক কিরিল।
জাতীয়
- জার্মানি সফর শেষ করে ডেনমার্কে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর।
- করোনায় ২০২২ সাল পর্যন্ত ৫২৩৬৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানালো সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম। এই তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্যের সঙ্গে প্রায় মিলে গেছে।
খেলা
- ৩৬৯ সপ্তাহ ধরে একটানা এটি পি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকার নজির গড়লেন নোভাক জোকোভিচ। মাদ্রিদ ওপেনে গেল মঁফিসকে হারিয়েও নতুন রেকর্ড করলেন তিনি। ২০০৬ সাল থেকে ১৮ বার মুখোমুখি লড়াইয়ে তিনি প্রতিবারই জয় পেয়েছেন। ওপেন যুগে দুজনের দ্বৈরথে এটা বেনজির ঘটনা।
- গ্রিসে জুনিয়র বিশ্ব ভারোত্তোলনে ভি ঋতিকা ব্রোঞ্চ এবং জ্ঞানেশ্বরী রূপোর পদক জিতলেন।
বিবিধ
- ১১ বছর পর সুদ বাড়ল অস্ট্রেলিয়ায়। ০.১ শতাংশ থেকে বেড়ে হল ০.৩৫ শতাংশ। সেখানে মূল্যবৃদ্ধির হার হয়েছে ৫.১ শতাংশ যা ২০০১ সালের পর সর্বোচ্চ।
২ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন