কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মে ২০২২

445
0
daily current affairs
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ, প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে ও জোট সরকারর প্রতি অনাস্থা প্রস্তাব আনল বিরোধী দল সামদগ জন বালাওয়েগোয়া।
  • সরকারি ও বাণিজ্যিক স্তরে টুইটার ব্যবহার করতে হলে সামান্য মূল্য দিতে হতে পারে বলে জানালেন সংস্থার নতুন মালক ইলন মাস্ক।
  • মায়ানমারের নেত্রী আং সান সুচি-র বিরুদ্ধে দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে সু চিক-র আপিল কোনো কারণ না দেখিয়েই খারিজ করে দিল সেখানকার আদালত।
জাতীয়
  • ইউরোপ সফরের শুরুতে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলতজের সঙ্গেও বৈঠক হয় তাঁর। সফরের শেষে ফ্রান্সে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ–এর সঙ্গে বৈঠক  হল তাঁর। ফ্রান্সের রীতি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে কেউ প্রথম কূটনৈতিক বৈঠকটি করেন জার্মানিতে।এ ক্ষেত্রে রীতি ভাঙলেন মাকরঁ।
  • পশ্চিমবঙ্গের হিলি বালুরঘাট থেকে বাংলাদেশের গাইবান্ধা হয়ে মেঘালয়ের মহেন্দ্র গঞ্জ হয়ে তুরা পর্যন্ত ট্রেন চলবে বলে জানানো হল।

 

খেলা
  • দুই পর্ব মিলিয়ে ম্যাঞ্চেস্টার সিটিক ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল লিভারপুল।

 

বিবিধ
  • বাণিজ্যিক ব্যাঙ্কগুলির জন্য রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। নতুন সুদের হার হল ৪.৪ শতাংশ। এদিন শেয়ার সূচক সেনসেক্স পড়ল ১৩০৬.৯৬ অঙ্ক।

 

৩ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন