কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মে ২০২২

500
0
daily current affairs

আন্তর্জাতিক
  • বিশ্বে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা এ দিন পর্যন্ত ছিল ৬২,৭০,৯৫০ জন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি সব দেশে প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করছে না। করোনায় মোট দেড় কোটি মানুষের মৃত্যু হয়েছে বলে একটি সমীক্ষায় জানাল `হু’।
  • ২০২১ সালে বিশ্বে অভুক্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে বিশ্বের অন্তত ৫৩টি দেশের ১৯.৩ কোটি মানুষ ঠিকমতো খেতে পাননি। রাষ্ট্রসংঘের খাদ্য সংক্রান্ত সংগঠনের একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে।

 

জাতীয়
  • ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ-এর সঙ্গে ফ্রান্স সফরে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন দুদেশের তরফে যৌথ বিবৃতি প্রকাশ করা হল।
  • দেশে কয়লা সংকট মোকাবিলায় তাপবিদ্যুত কেন্দ্রগুলিতে দ্রুত কয়লা পাঠানোর লক্ষ্যে দক্ষিণ-পূর্ব মধ্য রেল ও উত্তর রেলের ১২টি ট্রেনের ১০৮১টি ট্রিক বাতিল করল রেল বোর্ড।
  • ক্যানবেরায় ভারত-অস্ট্রেলিয়া সন্ত্রাস বিরোধী যৌথ কার্যকরী গোষ্ঠীর ত্রয়োদশ বৈঠক অনুষ্ঠিত হল।
খেলা
  • ৩৫ বছর আগে মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচে বিতর্কিত হ্যান্ড অব গড ‘এর সাহায্যে গোল করেছিলেন দিয়েগো মারাদোনা, নিলামে সেই জার্সি বিক্রি হল ভারতীয় মুদ্রায় ৭২ কোটি টাকায়।
বিবিধ
  • উত্তরাখণ্ডের উধম সিং নগরে বাবার ইচ্ছা রক্ষার্থে প্রয়াত ব্রজনন্দন প্রসাদ রাস্তোগির দুই কন্যা চার বিঘা জমি ইদগাহ নির্মাণে দান করলেন। দুই হিন্দু মহিলার দেড় কোটি টাকা মূল্যের জমি ইদগাহ নির্মাণে দান সম্প্রীতি রক্ষায় একটি দৃষ্টান্ত হয়ে রইল।