কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মে ২০২২

479
0
daily current affairs
Courtesy: News 18

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করলেন সে দেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। অর্থনৈতিক সংকটে জেরবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজনৈতিক আন্দোলন তীব্র হয়ে উঠেছে। বিরোধীরা এদিন সংসদ অভিযান করেছিলেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব নির্বাচিত হওয়ার পাশাপাশি একগুচ্ছ নজিরও গড়ে ফেললেন জঁ পিয়ের। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা তথা এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতিনিধি যিনি এই পদে বসতে চলেছেন।
জাতীয়
  • মসজিদে লাউডস্পিকার বসানো মৌলিক অধিকার নয় বলে জানাল এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশের একটি মসজিদে লাউড স্পিকার বসানোর অনুমতি না মেলায় এই মামলা করেছিলেন জনৈক ব্যক্তি।
  • জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম পর্বের রিপোর্ট প্রকাশিত হল। তাতে বলা হয়েছে ভারতে মহিলাদের মাথা পিছু সন্তানের গড় সংখ্যা (টোটাল ফার্টিলিটি রেট) ২.২ থেকে কমে ২.০ হয়েছে। জাতীয় গড়ের থেকে বেশি হার রয়েছে বিহার, মেঘালয়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও মণিপুরে।
খেলা
  • আগামী সেপ্টেম্বরে চিনের হ্যানমৌতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস করোনা পরিস্থিতির কারণে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অলিম্পিক কাউন্সিল অব ইন্ডিয়া।
  • গ্রিসে বিশ্ব ক্যাডেট ও যুব দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের ৬ বছর বয়সি দাবাড়ু অশ্বত্থ কৌশিক।
বিবিধ
  • জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে গবেষণায় জোর দিতে `ডোয়ের’ স্কুল অব সাসটেনেবিলিটি’ গড়ার সিদ্ধান্ত নিল স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের শীর্ষে ডিন পদে রাখা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত অরুণ মজুমদারকে।