কারেন্ট অ্যাফেয়ার্স ৭ মে ২০২২

564
0
daily current affairs

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের মহিলাদের প্রকাশ্যে বেরলে নীল রঙের মুখঢাকা বোরখা পরতে হবে। নিয়ম ভাঙলে মহিলার বাবা বা পরিবারের পুরুষ সদস্যের জেল হবে। এই ফতোয়া জরি করল তালিবান শাসকরা।
  • কিউবার রাজধানী হাভানায় অবস্থিত পাঁচতারা হোটেল সারাটোগাতে এক বিস্ফোরণে ২২ জন নিহত হলেন। পুলিশের অনুমান নাশকতা নয়, গ্যাসলিকের ফলেই এই দুর্ঘটনা।
  • লন্ডন ব্যুরো অব নিউহ্যামের ক্যানিং টাউন সাউথ ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়ী হলেন লেবার পার্টির প্রার্থী তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রোহিত দাশগুপ্ত।

 

জাতীয়
  • ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন বহাল রাখার পক্ষেই সুপ্রিম কোর্টে মত জানাল কেন্দ্রীয় সরকার। ১৯৬২ সালে কেদারনাথ সিং বনাম বিহার সরকারের মামলায় সুপ্রিম কোর্টের ৫ জন বিচারপতির বেঞ্চ এই আইনের পক্ষে রায় দিয়েছিল।
খেলা
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিস্ত্রানোয় ৫০০০ মিটার দৌড়ে ১৩ মিনিট ২৫.৬৫ সেকেন্ড সময় করে নতুন জাতীয় রেকর্ড গড়লেন অবিনাশ সাবলে। তিনি ভেঙে দিলেন বাহাদুর প্রসাদের ৩০ বছরের পুরনো রেকর্ড।
বিবিধ
  • বাচিক শিল্পী পার্থ ঘোষ (৮১) প্রয়াত হলেন। আবৃত্তিতে পার্থ ঘোষ–গৌরী ঘোষ জুটি ছিল জনপ্রিয়। পার্থজায়া গৌরী ঘোষ গত বছর প্রয়াত হয়েছেন।