আন্তর্জাতিক
- শ্রীলঙ্কার নিত্তাম্বুয়ায় আন্দোলনকারী জনতার দিকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে এক সাংসদের। এরপর উন্মত্ত জনতার হাতে তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর নানা স্থানে আন্দোলন উত্তপ্ত ও হিংস্র হয়ে ওঠে। শেষপর্যন্ত ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী মাহীন্দ্রা রাজাপক্ষে। তিনি রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের ভাই।
- মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানস প্রদেশের পাইক কাউন্টির ক্রেটার অব ডায়মন্ড স্টেটস পার্ক থেকে ২.৩৮ ক্যারাটের বিরল বাদামি হিরে উত্তোলন করা হল। এর নাম রাখা হয়েছে `ফ্রাঙ্কেনস্টাইন’।
জাতীয়
- কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র উস্কানিমূলক ও অশালীন কথা না বললে লখিমপুর খেরির ঘটনা ঘটত না বলে মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। মন্ত্রীপুত্রের জামিন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, মন্ত্রীপুত্র আশিস লখিমপুর খেরিতে গত বছরের ৩ অক্টোবর ৪ জন কৃষক ও ১ জন সাংবাদিককে গাডিতে পিষে হত্যায় মূল অভিযুক্ত।
- মহাত্মা গান্ধির চশমা, চিঠি, খড়ম ও নিজের হাতে বোনা খাদির কাপড়-এর টুকরো নিলামে তোার কথা জানাল ব্রিটেনের নিলাম সংস্থা ইস্ট ব্রিস্টল অকশনস।
খেলা
- জাকার্তায় আসন্ন এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ভারতের অধিনায়ক মনোনীত হলেন রুপিন্দর পাল সিং।
- কানাডাকে ৫-০ ব্যবধানে পরাস্ত করে টমাস কাপ ব্যাডমিন্টনের নক আউট পর্বে উঠল ভারতের পুরুষ দল।
বিবিধ
- প্রথম পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। `কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পেলেন। রবীন্দ্র স্মৃতি (সাহিত্য) এবং রবীন্দ্র স্মৃতি (বিজ্ঞান বিষয়ক) পুরস্কার পেলেন যথাক্রমে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বিকাশ সিংহ। অন্য ভাষায় সাহিত্য রচনার জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন প্যারিস প্রবাসী ফ্রাঁস ভট্টাচার্য।