কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মে ২০২২

563
0
daily current affairs
Courtesy: BBC

আন্তর্জাতিক
  • ইজরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন শরনার্থী শিবিরে একজন সাংবাদিককে ঠাণ্ডা মাথায় খুনের অভিযোগ উঠল ইজরায়েলি সেনার বিরুদ্ধে। কাতারের আল জাজিজার সাংবাদিক শিরিন আবু আকলে (৫১) মার্কিন-প্যালেস্তাইন নাগরিক। তাঁকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
  • বিক্ষোভ সামলাতে শ্রীলঙ্কার রাস্তায় দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে বায়ুসেনা ও নৌসেনাকে। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে অন্তবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। কিন্তু বিরোধীদের বক্তব্য, সরকারে রাজাপক্ষে পরিবারের কেউ থাকলে তাঁরা সেখানে যোগ দেবেন না।

 

জাতীয়
  • রাষ্ট্রদ্রোহ আইন বা ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারা আপাতত মুলতুবি থাকল বলে জানাল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার এই আইন পুনর্বিবেচনা না করা পর্যন্ত এই রায় বহাল থাকবে। প্রধান বিচারপতি এন ভি রমনা নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডসের তথ্য, ২০১০ সাল থেকে এই আইন ১০৯৩৮ জনের বিরুদ্ধে প্রযুক্ত হয়েছে। ১৮৯৮ সালে ব্রিটিশ সরকার এই আইনটি তৈরি করেছিল।
  • শ্রীলঙ্কায় ভারত সেনা পাঠিয়েছে বলে যে জল্পনা শোনা যাচ্ছিল তা খারিজ করল কেন্দ্রীয় সরকার।

 

খেলা
  • উবের কাপ ব্যাডমিন্টনে নিয়মরক্ষার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৫ ব্যবধানে পরাস্ত হল ভারতের মহিলাদের দল।
  • প্রস্তাবিত সুপার লিগ আয়োজন থেকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্তাস সরে না এলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বরখাস্ত করা হবে বলে জানালো উয়েফা।

 

বিবিধ
  • এক অর্থবর্ষে ২০ লক্ষ বা তার বেশি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনে প্যান বা আধার নম্বর ব্যবহার বাধ্য করল প্রত্যক্ষ কর পর্ষদ।

 

১০ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন