কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মে ২০২২

406
0
daily current affairs

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডে মোট প্রাণহানি দশ লক্ষ অতিক্রম করল। গোটা বিশ্বে ওই সংখ্যা ৬২৮৩১২৭। এদিকে উত্তর কোরিয়ায় এই প্রথম কোভিড ধরা পড়ল। বিশ্বে সংক্রমণ ছড়ানোর শুরু থেকেই বাকি বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছিল উত্তর কোরিয়া। টিকাকরণও হয়নি সেখানে।
  • শ্রীলঙ্কার সঙ্কট সামলাতে শেষপর্যন্ত রনিল বিক্রমসিঙ্ঘেকেই প্রধানমন্ত্রী পদে বসালেন সেখানকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। ৫ বারের প্রধানমন্ত্রী, ৭৩ বছরের রনিল ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা। একমাত্র তাঁর নামেই সহমত হয়েছে শ্রীলঙ্কার শাসক ও বিরোধী দলগুলি।

 

জাতীয়
  • তাজমহলের ২২টি বন্ধঘর খুলে সমীক্ষার দাবি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। এই বিষয়ে জনৈক রজনীশ সিংয়ের জনস্বার্থ মামলাটি তীব্র ভতসনাসহ খারিজ করে দিয়েছে আদালত।
  • বর্তমান মুখ্য নির্বাচন সুশীল চন্দ্র অবসর নেওয়ার পর ওই পদে রাজীব কুমার নিযুক্ত হবেন। তিনি বিহার/ ঝাড়খণ্ড ক্যাডারের ১৯৮৪ ব্যাচের আইএএস।

 

খেলা
  • মালয়েশিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ব্যাডমিন্টনের টমাস কাপের সেমিফাইনালে উঠল ভারতের পুরুষ দল। ৪৩ বছর পর এই প্রতিযোগিতার শেষ চারে পৌঁছল ভারত।
  • জার্মানিতে আয়োজিত জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে মিক্সড টিম বিভাগে সোনা জিতলেন ভারতের এষা সিং- সৌরভ চৌধুরি।

 

বিবিধ
  • এপ্রিলে মূল্যবৃদ্ধির হার হয়েছে ৭.৭৯ শতাংশ, যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। মার্চে শিল্পোৎপাদন বৃদ্ধির হার ছিল ১.৯ শতাংশ।

১১ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন