কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মে ২০২২

565
0
Daily current affairs
Courtesy: The Star

আন্তর্জাতিক

  • ন্যাটোয় যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করলেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি সাওনি নিনিস্তো ও প্রধানমন্ত্রী সান্না মারিন। ফিনল্যান্ড ও রাশিয়ার সীমান্ত ১২৮৮ কিমি। প্রধানত ন্যাটোয় যোগদানের সম্ভবনা দেখা দেওয়ায় ইুক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ফিনল্যান্ডের সিদ্ধান্তে চটেছে তারা। রুশ বিদেশমন্ত্রী হুমকি দিয়েছেন, এই সিদ্ধান্তের কী পরিণতি তা যেন মাথায় রাখে তারা। এর মধ্যেই তাদের আর এক প্রতিবেশী সুইডেনও ন্যাটোয় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে।
  • শ্রীলঙ্কার ২৬ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমসিঙ্ঘে। ভারতের হাই কমিশনার গোপাল বাগলের সঙ্গে বৈঠক করলেন তিনি।

 

জাতীয়
  • পশ্চিম দিল্লির একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে মৃত্যু হল ২৭ জনের। গুরুতর জখম হয়েছেন ৪০ জন।
  • সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি তথা দুবাইয়ের শাসক শেখ খলিফা বিন জায়েদের প্রয়াণে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিল ভারত।
খেলা
  • ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে টমাস কাপের ফাইনালে উঠল ভারত। এই প্রথম টমাস কাপের ফাইনালে উঠল ভারতের পুরুষ দল। ভারতের ব্যাডমিন্টন দলে খেলছেন লক্ষ সেন, সাত্ত্বিক সাইরাজ, রানাঙ্কি রেড্ডি, চিরাগ শেঠি, শ্রীকান্ত, কৃষ্ণপ্রসাদ গর্গ এবং এইচ এস প্রণয়।
  • অবসর নিলেন প্রাক্তন লাইট ওয়েল্টার ওয়েট বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন আমির খান। ৪০ বার লড়াইয়ে তিনি জিতেছিলেন ৩৬ বার।

 

বিবিধ
  • চাঁদের মাটিতে গাছ গজিয়েছে। অর্ধ শতাব্দী আগে অ্যাপোলো অভিযানে চাঁদ থেকে মাটি এনেছিলেন নভশ্চররা। তার নাম রিগোলিথ। নাসার বিজ্ঞানীরা পরীক্ষাগারে সেই মাটিতেই অ্যারবিডোপসিস গাছ জন্মাতে সফল হয়েছেন।