কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন ২০২১

schedule
2021-07-01 | 14:23h
update
2021-07-01 | 14:23h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • তাপপ্রবাহ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিস্তীর্ণ অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড এবং সালেমে উষ্ণতা ছিল ৪৬ এবং ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঞ্চলের লিটনে  উষ্ণতা ছিল ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা সেখানেই হাজার ১৯৩৭ সালের রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানানো হয়েছে। একসময় যেখানে সূর্যের দেখা মিলত না সেসব জায়গায় দাবদাহ দেখে উদ্বিগ্ন আবহবিদেরা।
  • দক্ষিণ আফ্রিকার একসময়ের দোর্দণ্ডপ্রতাপ রাষ্ট্রপতি জেকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দিল জোহানেসবার্গের একটি আদালত। জুমার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির মামলা চলছে। তার একটিতেও তিনি আদালতে হাজিরা দেননি। আদালত অবমাননার মামলা হয় তাকে দণ্ডিত করা হয়েছে।
Advertisement

জাতীয়
  • সংসদের বাদল অধিবেশন ১৯ জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত চলবে বলে জানানো হল। এদিকে এদিনই তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সামনে উপস্থিত হলেন গুগল-ফেসবুকের প্রতিনিধিরা। সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন কমিটি তাদের জানিয়েছে নতুন তথ্য প্রযুক্তি আইন মেনে চলতে হবে সংস্থাগুলিকে।
  • টুইটার ব্যবহার করে শিশুদের ওপর যৌন নির্যাতনের দৃশ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করল দিল্লি পুলিশ। জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের অভিযোগের ভিত্তিতে এই মামলা করা হল।
  • মার্কিন সংস্থার মর্ডানার প্রতিষেধক টিকে ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দেওয়া হল। এই টিকা আমদানির অনুমতি  পেয়েছে সিপলা। কোভিশিল্ড, কোভ্যাকসিন এর পর ভারতে চতুর্থ কোনো টিকাকে আপৎকালীন ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হল।
বিবিধ
  • উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা বনগাঁ ও অশোকনগরে তেল ও প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় ক্ষেত্র আবিষ্কার করেছে ওএনজিসি । তিনটি স্থানে জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের অনুমতি চেয়েছে তারা। প্রসঙ্গত এই জেলারই অশোকনগরের বাইগাছিতে গত 22 ডিসেম্বর বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উৎপাদন এর সূচনা হয়েছে।
খেলা
  • কোপা আমেরিকায় গ্রুপ পর্যায়ের নিয়ম নিয়ম রক্ষার ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলে পরাস্ত করল বলিভিয়াকে। বিশ্বের কয়েকটি দেশের হয়ে দুটি গোল করেন লিওনেল মেসি। তবে এদিন অন্য একটি রেকর্ড করেছেন তিনি। হাভিয়ের মাসচেরানোর আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ (১৪৭) খেলার রেকর্ড ভেঙে দিলেন তিনি (১৪৮)।
  • ইউরো প্রি -কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে দিল ইংল্যান্ড। ওয়েম্বলিতে ১৯৬৬ বিশ্বকাপের পর ফের কোনো নক আউট পর্বের ম্যাচ জিতে নিল তারা। অপর প্রি-কোয়ার্টার  ফাইনালে ইউক্রেন  ২-১ গোলে পরাস্ত করল সুইডেনকে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 06:44:51
Privacy-Data & cookie usage: