কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মে ২০২২

616
0
daily current affairs
Courtesy: DNA India

আন্তর্জাতিক
  • অবসরপ্রাপ্ত ব্রিটিশ ভূতত্ত্ববিদ জিম ফিটন ও জার্মান পর্যটক ফলকা ওয়াল্ডমানকে মৃত্যুদণ্ড দিল ইরাকের একটি আদালত। দক্ষিণ ইরাকের এরদু শহরের একটি পুরাতাত্ত্বিক এলাকা থেকে ১২টি পাথর ও প্রাচীন পাত্রের ভাঙা অংশ নিজের দেশে নিয়ে যেতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছিলেন দুজন। তাঁদের দাবি, ইরাকের আইন জানতেন না তাঁরা।
  • ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে বসলেন এলিজাবেথ বোর্ন (৬১)। এতদিন তিনি ছিলেন শ্রমমন্ত্রী। ৩০ বছর পর মহিলা প্রধানমন্ত্রী পেল ফ্রান্স।

 

জাতীয়
  • বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে ৪ ঘণ্টার নেপাল সফর সেরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লুম্বিনীতে বুদ্ধের জন্মস্থানে মায়াদেবীর মন্দির দর্শন করেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী আরজু রানা দেউবা। লুম্বিনী বিশ্ববিদ্যালয়ে ডক্টর আমবেদকর চেয়ারের উদ্বোধন করলেন মোদী। তাঁর সঙ্গে দেউবার বৈধক হয়। শিক্ষা, সংস্কৃতি, জলবিদ্যুৎ বিষয়ে ৬টি সমঝোতা পত্র স্বাক্ষরিত হল দুদেশের মধ্যে।
  • উত্তর প্রদেশে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালিয়ে তার রিপোর্ট জমা দেওয়া হল বারানসী আদালতে। এর পর মসজিদের কিছু এলাকা সিল করে সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দিল আদালত।

 

খেলা
  • কলকাতা-নেপলস প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বর্ধমানের ক্লাব সৃজা। আদিবাসী, সংখ্যালঘু ও যৌনকর্মীদের কন্যা সন্তানদের নিয়ে প্রথমবার এই প্রতিযোগিতা আয়োজিত হল কলকাতায়।

 

বিবিধ
  • বিমান জ্বালানি সিএনজি-এর দাম বেড়ে হল ১২৭৮৫৪.৬০ টাকা প্রতি কিলোলিটার যা একটি রেকর্ড। যদিও বিমানের টিকিটের চাহিদা বাড়ায় মে মাসের প্রথমার্ধে এটিএফ-এর বিক্রি বেড়েছে ৮৩.৫ শতাংশ।

`

১৫ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন