কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ মে ২০২২

458
0
daily current affairs
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • দিনে ৮ ঘণ্টা করে নিষ্প্রদীপ থাকত দ্বীপরাষ্ট্র। জ্বালানি সঙ্কটে এবার তা ১৫ ঘণ্টা হতে চলেছে। সরকারি কর্মচারীদের মাইনে দিতে সেন্ট্রাল ব্যাঙ্ককে নোট ছাপানোর নির্দেশ দিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। তিনি গদিতে বসার পর এদিনই প্রথম সংসদের অধিবেশন বসল শ্রীলঙ্কায়।
  • মারিয়ুপোলের আজবস্টল ইস্পাত কারখানায় আটক ২৫৬ জন ইউক্রে২নীয় সেনা আত্মসমর্পণ করল রাশিয়ার সেনার কাছে। তাঁদের মধ্যে অধিকাংশই গুরুতর দখম।

 

জাতীয়
  • প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদম্বরমসহ ৫ ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। পি চিদম্বরম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ভিসা পাইয়ে দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর পুত্রের বিরুদ্ধে। এই মামলার সূত্রে এদিন ১০ জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
  • প্রবল বন্যায় অসমের বাকি অঞ্চলগুলি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পরেছে ডিমা হাসাও জেলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থগিত রাখল অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

 

খেলা
  • জার্মানির সুলেতে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ প্রতিযোগিতায় ৫ ইভেন্টের ৫টিতেই সোবা জিতল ভারতের মহিলা শুটার দল। এই দলে রয়েছেন মনু ভাকের, এষা সিংহ, রিদম সাঙ্গওয়ান। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ভারতের প্রাপ্তি হয়েছে ১১টি সোনা, ১৩টি রুপো, ৪টি ব্রোঞ্চ।

 

বিবিধ
  • গত অর্থবর্ষে ভারতীয় সংস্থাগুলির মধ্যে রেকর্য আয় করল ইন্ডিয়ান অয়েল। টাকার অঙ্কে যা ৭.২৮ লক্ষ কোটি টাকা। ওই সময়ে রেকর্ড ২৪১৮০.১০ কোটি টাকা মুনাফা করেছে তারা।

 

১৬ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন