কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মে ২০২২

402
0
daily current affairs
Courtesy: 12 News World

আন্তর্জাতিক

  • লন্ডনে ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন আবদুল গাফফার চৌধুরী। কবি, সাংবাদিক, কলম লেখক, সম্পাদক ছাড়াও তাঁর একটি বিশেষ পরিচয় আছে। ভাষা আন্দোলনে প্রয়াত রফিকের মৃতদেহ দেখে তিনি ৩০টি লাইনের একটি গান লিখেছিলেন `আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। গানটি বস্তুত ইতিহাসে পরিণত হয়েছে। সেই গান ২৫টি ভাষায় অনপবাদ করে গাওয়া হয় রাষ্ট্রসঙ্ঘের মাতৃভাষা দিবসে।
  • আফগানিস্তানে টেলিভিশনে মহিলা উপস্থাপিকাদের মুখ সম্পূর্ণ ঢেকে উপস্থিত হওয়ার নির্দেশ দিল সেখানকার তালিবান সরকার।
  • ন্যাটোয় যোদ গিতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানালো সুইডেন ও ফিনল্যান্ড।

 

জাতীয়
  • ভিডিও কনফারেন্সে `ব্রিকস’ গো্ষ্ঠীর বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক হল। ভারত, চিন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা রয়েছে এই গোষ্ঠীতে।
  • লভজ্যোত সিং সিধুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাতিয়ালায় সিধুর সঙ্গে হাতাহাতির ফলে এক ব্যক্তি প্রাণ হারান। সেই মামলায় এউ রায় দিল সর্বোচ্চ আদালত।

 

খেলা
  • ইস্তানবুলে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন। পঞ্চম মহিলা ভারতীয় বক্সার হিসেবে তিনি এই খেতাব জিতলেন মেরি কম, সরিতা দেবী, জেনি আর এল এবং লেখা সি-এর পর। থাইল্যন্ডের জিতপং জুতামাসকে ৫-০ ব্যবধানে হারিয়ে তিনি এই খেতাব জিতলেন।
  • ইউরোপা লিগ জিতল ফ্র্যাঙ্কফুর্ট। রেস্কার্সকে ট্রাইব্রেকারে হারিয়ে তারা খেতাব জিতল। ৪২ বছর পর ইউরোপীয়ান সার্কিটে জয় পেল তারা।

 

বিবিধ
  • মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নিরাপত্তার খাতিরে ৫দিন ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ।

 

১৮ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন