কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মে ২০২২

schedule
2022-05-23 | 08:22h
update
2022-05-23 | 08:22h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: BBC

আন্তর্জাতিক

  • যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের কাঁধে যে বিপুল ঋণের বোঝা রয়েছে তা লাঘব করতে ১৮৪০ কোটি ডলার অর্থসাহায্য ঘোষণা করল জি৭ গোষ্ঠী। মার্কিন সেনেট আলাদা রে ৪০০০ কোটি ডলার অর্থ সাহায্য ঘোষণা করল ইউক্রেনের জন্য। এদিকে ইুক্রেনের রাষ্ট্রপতি ভ্রাদিমির জেলানস্কি জানিয়েছেন, ডনবাস শিল্পাঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রুশ হামলা।
  • ব্রিটেনের সবথেকে ধনী ব্যক্তির শিরোপা ধরে রাখলেন হিন্দুজা ভাইয়েরা। তাঁদের সম্পত্তির পরিমাণ ২৮০০ কোটি পাউন্ড। এই তথ্য প্রকাশ করল `সানডে টাইমস’। তাদের ৩৪ বছরের সমীক্ষায় হিন্দুজারাই ধনীতম। তারা যে ২৫০ জনের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে ১৫ জন ভারতীয় বংশোদ্ভূত। এই তালিকায় ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনকের নামও রয়েছে।
Advertisement

 

জাতীয়
  • অসমের প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা ইচ্ছাকৃতভাবে এনআরসি-তে ভুল তথ্য প্রদান, অযোগ্য ব্যক্তিকে নাগরিকত্ব দান, সুপ্রিম কোর্টের রায় অমান্য করা ও দেশবিরোধী কাজ করেছেন বলে অভিযোগ করলেন এনআরসি-এর বর্তমান কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা।
  • পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা কমিশনার নিযুক্ত হলেন অরূপ সেনগুপ্ত।
  • জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানির দায়িত্ব নিম্ন আদালত থেকে সরিয়ে বারানসী জেলা আদালতের ওপর অর্পণ করল সুপ্রিম কোর্ট।

 

খেলা
  • থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে তিনি ২১-১৫, ২০-২২, ২১-১৩ গেমে হারালেন বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা জাপানের ইয়ামাগুচিকে।

 

বিবিধ
  • ২০২১-২২ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৩০৩০৭ কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে ডিভিডেন্ট দেবে বলে জানালো।

 

১৯ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 05:14:40
Privacy-Data & cookie usage: