কারেন্ট অ্যাফয়ার্স ২১ মে ২০২২

397
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক

  • অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে পরাস্ত হলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। দীর্ঘ ৯ বছর তিনি ছিলেন (daily current affairs) সেখানকার প্রধানমন্ত্রী। শাসক লিবারাল-ন্যাশনাল জোটকে পরাস্ত করল লেবার পার্টি। নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্টনি অ্যালবানেজি। নির্বাচনে তাঁর দলের স্লোগান ছিল `রিনিউয়াল, নট রেভোলিউশন’।
  • কান চলচ্চিত্র উৎসবে ইউক্রেনে মহিলাদের ওপর রুশ সেনার লাগাতার নিপীড়নের প্রতিবাদে নগ্ন হয়ে বিক্ষোভ দেখালেন এক তরুণী।
  • দক্ষিণ কোরিয়া সফরে গেলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।

 

জাতীয়
  • ভারত থেকে পলাতক ঋণখেলাপী ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা প্রত্যাহার করে নিল ডোমিনিকান রিপাবলিক প্রশাসন।
  • হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতলার বিরুদ্ধে আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করল দিল্লির একটি আদালত।

 

খেলা
  • তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে কম্পাউন্ড বিভাগে একটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্চ পেল ভারতীয় দল। এই দলে রয়েছেন অভিষেক বর্মা, আমন সাইনি ও রজন চৌহান।
  • এএফসি কাপের ম্যাচে এটিকে মোহনবাগান ৪-০ গোলে পরাস্ত করল বসুন্ধরা কিংসকে। মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করলেন লিস্টন কোলাসো।
  • চেসেবল মাস্টার্স অনলাইন র্যাপিড দাবা প্রতিযাগিতায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাম কার্লসেনকে হারিয়ে দিলেন ভারতের ১৬ বছরের কিশোর গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ।

 

বিবিধ
  • পেট্রোল ডিজেলে উৎপাদন শুল্ক প্রতি লিটারে যথাক্রমে ৮ ও ৬ টাকা করে কমানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত নভেম্বর মাসে শুল্ক হ্রাস করলে তা হল যথাক্রমে ১৩ ও ১৬ টাকা। দুবছর আগে ঠিক এই হারেই উৎপাদন শুল্প বাড়ানো হয়েছিল (daily current affairs)।

২০ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন