কারেন্ট অ্যাফেয়ার্স ২২ মে ২০২২

schedule
2022-05-27 | 06:17h
update
2022-05-27 | 06:17h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Get Bengal

আন্তর্জাতিক
  • প্রবল গরমে পুড়ছে স্পেন। বহু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে।
  • একটার বেশি বিয়ে থেকে দূরে থাকতে হবে। একের অধিক বিয়ে করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন আফগানিস্তানের শাসক প্রধান হিবাতুল্লা আখুন্দজাদা।
জাতীয়
  • আর্দালি, পিয়ন, মালি থেকে শুরু করে প্রাথমিক স্কুলের শিক্ষক সহ রেলে সব মিলিয়ে ৫৬ হাজারের বেশি পথ চিরতরে বিলোপ হতে চলেছে। ওই সব পদে আর কোনদিনও নিয়োগ হবে না। রেলের তরফে বলা হয়েছে প্রযুক্তির ব্যবহারের ফলে বেশকিছু পদ অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। রেলের ১৬ টি জোন মিলিয়ে বেশ কয়েক হাজার পদ অবলুপ্ত করার প্রস্তাব এসেছে।
  • জ্ঞানপাপী মন্দিরের পাশাপাশি কুতুবমিনার নিয়েও বিতর্ক শুরু হয়েছে। হিন্দুত্ব বাদীরা দাবি তুলেছে কুতুবমিনার আদতে হিন্দু রাজা বিক্রমাদিত্যের তৈরি। কুতুবমিনার এর ভেতর থেকে ১২০০ বছরের পুরনো গণেশ, নৃসিংহ কৃষ্ণমূর্তি পাওয়া গিয়েছে বলে দাবি।
  • আয় বাড়াতে রেল কর্তৃপক্ষ এবার থেকে স্টেশনের নাম ভাড়া দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
Advertisement

খেলা
  • অদম্য জেদ ও লড়াই চালিয়ে হিমালয়ের উচ্চ শিখরে (৮৮৪৮) পৌঁছনোর নজির সৃষ্টি করলেন চন্দন নগরের তরুণী পিয়ালি বসাক।
বিবিধ
  • মেয়েদের আত্মরক্ষার কৌশল এর প্রাথমিক পাঠ দিতে উত্তর ২৪ পরগনায় এসএফআইয়ের উদ্যোগে শুরু হল ‘মিশন প্রীতিলতা’ নামে নারী প্রতিরক্ষার প্রশিক্ষণ শিবির।
  • মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে তাজমহলের আদতে ‘বিবি কা মকবারা’ র কাছে ৪০০ বছরের প্রাচীন ‘ হাম্মাম’ বা জনসাধারণের স্নানাগারের সন্ধান মিলল।

 

২১ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 07:42:47
Privacy-Data & cookie usage: