কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মে ২০২২

schedule
2022-05-27 | 12:45h
update
2022-05-27 | 12:45h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Eastern Eye

আন্তর্জাতিক
  • নাইজেরিয়ার উত্তর-পূর্বে ক্যামেরুন শহরের সীমান্ত এলাকায় বোর্ন স্টেটের শহরে জঙ্গি হামলায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি হয়েছে। জানা গিয়েছে, এই হামলা বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর।
  • রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অসুস্থতার খবরের  মধ্যেই চাঞ্চল্যকর এক সংবাদ এসেছে এই যে , ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার কিছুদিনের মধ্যেই নাকি পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল একদল বিদ্রোহী। এ তথ্য ইউক্রেনের গোয়েন্দা বিভাগের।
  • শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম ৪০০০ টাকা ছাড়িয়ে গেল। ভয়াবহ কঠিন পরিস্থিতির সম্মুখীন গোটা দেশ। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর থেকে এমন কঠিন অবস্থা আগে কখনো হয়নি।
  • ব্রিটেনে কড়া কোভিড পরিস্থিতির মধ্যেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর পার্টিকে ঘিরে তোলপাড় সেই দেশ‌ প্রধানমন্ত্রী বরিস জনসনের কেলেঙ্কারি তাঁকে পিছু ছাড়ছে না।
Advertisement

জাতীয়
  • জাপানে চতুর্দেশীয় অক্ষ কোয়াডে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চারটি দেশ হল ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া। ভারত -প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থাপনেই এই সম্মেলন।
  • এসএসসি দুর্নীতি মামলায় জড়িত অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ করল স্কুল কর্তৃপক্ষ। আদালতের নির্দেশে এই সিদ্ধান্ত। এই প্রসঙ্গেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের ডেটাবেস রুম সিল করে দেওয়া হলেও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না।
খেলা
  • কলকাতার ইডেনে আইপিএল ম্যাচ রাজস্থান রয়েলসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের হয়ে পরপর তিনটি ছয় মারে হার্দিক পান্ডিয়া।
  • বিস্ময় শিশু দাবাড়ু প্রজ্ঞানন্দ রমেশবাবু এবছর দুবার পরাজিত করলেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। এবার চমক চিনের ওয়েই-ইকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া।
বিবিধ
  • প্রযুক্তির সহায়তায় ব্যবসার খোল নলচে বদলাচ্ছে ডাক বিভাগ। ‘নো ইওর পোস্টম্যান’ নামে একটি নতুন অ্যাপ আনছে বেঙ্গল সার্কেল যেখানে বাড়িতে বসে পার্সেল বুকিং এর মতো কাজ সারতে পারবেন গ্রাহক। প্রথমে কলকাতা ও হাওড়ায় এই পরিষেবা শুরু হবে খুব শীঘ্রই।
  • ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর দুর্নীতি কাণ্ডে প্রাক্তন এমডি  চিত্রা রামকৃষ্ণকে ৩.১২ কোটি টাকার ডিমান্ড জরিমানার নোটিস পাঠাল সেবি।
  • কুতুব মিনার কোনো উপাসনা স্থল নয়,এই সৌধের বর্তমান চরিত্র বদল করার প্রশ্নই নেই , দিল্লির আদালতে এ কথা জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই।

২৩ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 23:35:34
Privacy-Data & cookie usage: