কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মে ২০২২

473
0
daily current affairs
Courtesy: Jagran

আন্তর্জাতিক
  • সালভাদোর রামোস নামে এক আততায়ী আমেরিকার টেক্সাসের উভালডে শহরের এক এলিমেন্টারি স্কুলে এলোপাতাড়ি গুলি চালায়। শিশু সহ মোট ২১ জন নিহত হয়েছে এই মর্মান্তিক ঘটনায়। এই ঘটনা এই প্রথম নয়। এ বছরেই ৯ বার এমন ঘটনা ঘটল আমেরিকায়।
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশেষে কৃষ্ণা চাইলেন। উল্লেখ্য, কোভিড অতিমারির সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে একাধিক পার্টি বা খানাপিনার আয়োজন করা হয়েছিল। যা নিয়ে নিন্দায় তোলপাড় দেশ।
জাতীয়
  • দীর্ঘদিনের কংগ্রেসি ও প্রবীণ খ্যাতনামা আইনজীবী কপিল সিব্বল কংগ্রেস ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন।সমাজবাদী পার্টির সমর্থনে তিনি রাজ্যসভায় লড়বেন।
  • আর্থিক মদত ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জোড়া মামলায় জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাকে দিল্লির জাতীয় তদন্তকারী সংস্থার তরফে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল।
  • উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে টিহরী গাড়োয়াল এলাকায় বাস উল্টে পাঁচ পর্যটকের মৃত্যু হয়।
  • এসএসসি কাণ্ডে নজিরবিহীনভাবে প্রয় ৮ ঘণ্টা ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করল  সিবিআই।
খেলা
  • আইপিএলে নবাগত রজত পাটিদারের অবিশ্বাস্য সেঞ্চূরিতে বুধবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। ম্যাচের সেরা হলেন তিনি।
  • কলকাতার মাঠে ইস্টবেঙ্গলের নতুন লগ্নিকারী হিসেবে এর ইমামি গ্রুপ। এই নতুন চুক্তির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি ভঙ্গের পর ইস্টবেঙ্গলের নতুন চুক্তি।
বিবিধ
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের  বার্ষিক সভায় উন্নয়নশীল দেশগুলি দ্রুত ছন্দে ফিরতে পারবে না বলে, মত দিলেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ফার্স্ট লেডি গীতা গোপীনাথ। এই উন্নয়নশীল দেশগুলির হল ভারত, চিন, নেপাল,,ভুটান,বাংলাদেশ, আফগানিস্তান,ইরাক প্রভৃতি।