কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মে ২০২২

schedule
2022-05-27 | 13:52h
update
2022-05-27 | 13:52h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Jagran

আন্তর্জাতিক
  • সালভাদোর রামোস নামে এক আততায়ী আমেরিকার টেক্সাসের উভালডে শহরের এক এলিমেন্টারি স্কুলে এলোপাতাড়ি গুলি চালায়। শিশু সহ মোট ২১ জন নিহত হয়েছে এই মর্মান্তিক ঘটনায়। এই ঘটনা এই প্রথম নয়। এ বছরেই ৯ বার এমন ঘটনা ঘটল আমেরিকায়।
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশেষে কৃষ্ণা চাইলেন। উল্লেখ্য, কোভিড অতিমারির সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে একাধিক পার্টি বা খানাপিনার আয়োজন করা হয়েছিল। যা নিয়ে নিন্দায় তোলপাড় দেশ।
Advertisement

জাতীয়
  • দীর্ঘদিনের কংগ্রেসি ও প্রবীণ খ্যাতনামা আইনজীবী কপিল সিব্বল কংগ্রেস ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন।সমাজবাদী পার্টির সমর্থনে তিনি রাজ্যসভায় লড়বেন।
  • আর্থিক মদত ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জোড়া মামলায় জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাকে দিল্লির জাতীয় তদন্তকারী সংস্থার তরফে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল।
  • উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে টিহরী গাড়োয়াল এলাকায় বাস উল্টে পাঁচ পর্যটকের মৃত্যু হয়।
  • এসএসসি কাণ্ডে নজিরবিহীনভাবে প্রয় ৮ ঘণ্টা ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করল  সিবিআই।
খেলা
  • আইপিএলে নবাগত রজত পাটিদারের অবিশ্বাস্য সেঞ্চূরিতে বুধবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। ম্যাচের সেরা হলেন তিনি।
  • কলকাতার মাঠে ইস্টবেঙ্গলের নতুন লগ্নিকারী হিসেবে এর ইমামি গ্রুপ। এই নতুন চুক্তির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি ভঙ্গের পর ইস্টবেঙ্গলের নতুন চুক্তি।
বিবিধ
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের  বার্ষিক সভায় উন্নয়নশীল দেশগুলি দ্রুত ছন্দে ফিরতে পারবে না বলে, মত দিলেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ফার্স্ট লেডি গীতা গোপীনাথ। এই উন্নয়নশীল দেশগুলির হল ভারত, চিন, নেপাল,,ভুটান,বাংলাদেশ, আফগানিস্তান,ইরাক প্রভৃতি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 19:07:21
Privacy-Data & cookie usage: