আন্তর্জাতিক
- তাপ প্রবাহের জেরে অন্তত ৩০ জন নাগরিকের মৃত্যু হয়েছে কানাডায়। শীত প্রধান আবহাওয়ার এই দেশে গরমের এতটা প্রকট সচরাচর দেখা যায় না। সেখানে ব্রিটিশ কলম্বিয়া ভ্যাঙ্কুভারে টানা চারদিন সর্বোচ্চ দৈনিক উষ্ণতার ৪৫ থেকে ৪৯.৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে । ব্রিটিশ কলম্বিয়া ও আলবার্টা’র নানা স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে।
- ভারত বায়োটেক এর সঙ্গে ৩২ কোটি ৪০ লক্ষ ডলারের ভ্যাকসিন চুক্তি বাতিল করল ব্রাজিল। এই বরাত নিয়ে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানে। তবে তাতে ভারত বায়োটেক এর কোনো ভূমিকা নেই বলে সংস্থাটি দাবি করেছে। প্রসঙ্গত কোভিডে প্রাণহানির সংখ্যা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে ৫,১৬,১১৯ জনের প্রাণ কেড়েছে করোনা।
- ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনী পাঠানো, হত্যা এবং যুদ্ধের অন্যতম রূপকার তথা প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড (৮৮) প্রয়াত হলেন।
জাতীয়
- দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ দুর্বল হলেও ৮৪টি জেলায় সংক্রমণের উচ্চহার নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এক্ষেত্রে অরুণাচল প্রদেশ ও রাজস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও সংক্রমণের উচ্চহার উদ্বেগজনক বলে জানানো হয়েছে।
- দেশে ১৮ বছরের ঊর্ধ্বে ৯৪.৪৭কোটি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৫.৮৮ কোটি নাগরিকের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে । ৬৭.০৭ মানুষ একটি টিকাও পাননি। এদিন কেন্দ্রীয় সরকার এই তথ্য প্রকাশ করল।
- শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ক্ষেত্রে দশম শ্রেণি থেকে উচ্চ শিক্ষার প্রয়োজনে ১৫ বছর পর্যন্ত মেয়াদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
বিবিধ
- মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে যৌথভাবে পশ্চিমবঙ্গের নতুন দুটি হাসপাতাল গড়ার খবর জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি হবে উত্তরবঙ্গে অন্যটি কলকাতা এসএসকেএম হাসপাতালের বিপরীতে এক নম্বর হরিশ মুখার্জি রোডের ঠিকানায়।
খেলা
- বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টারের স্বীকৃতি পেল ভারতীয় বংশোদ্ভূত অভিমুন্য মিশ্র। বুদাপেস্টের দাবা প্রতিযোগিতায় ভালো ফল করার পর তার এই সাফল্য নিশ্চিত হল। মার্কিন প্রবাসী অভিমন্যুর বয়স ১২ বছর ৪ মাস ২৫ দিন। রুশ বালক সের্গেই কারজাকিনের ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে জিএম হওয়ার রেকর্ড ভেঙে দিলেন তিনি।
- মেয়েদের ক্রিকেটের দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেল ভারত। একই সঙ্গে তারা সিরিজেও পরাজিত হল।
- ইউরোয় হেরে জার্মানির কোচের পদ থেকে ইস্তফা দিলেন জোয়াকিম লো। তাঁর প্রশিক্ষণে ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল জার্মানি।১৯৮ ম্যাচে ১২৪টিতে জয়ের স্বাদ পেয়েছেন তিনি।
২৯ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন