কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মে ২০২২

schedule
2022-06-01 | 06:48h
update
2022-06-01 | 06:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • নাইজেরিয়ায় একটি গির্জার দাতব্য কর্মসূচি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৩১ জন। স্থানীয় কিংস অ্যাসেম্বলি গির্জায় দরিদ্রদের খাবার ও পোশাক বিতরণের কথা ছিল। ভোর থেকেই সেখানে বিশাল লাইন পড়ে যায়। ভিড়ের চাপে গেট ভেঙে বহু মানুষ পদপিষ্ট হন।
  • করোনার মহামারি কাটতে না কাটতেই বিশ্বের ২১৯টি দেশে নতুন আতঙ্ক সৃষ্টি করল মাঙ্কি পক্স। ইউরোপীয় ইউনিয়নের ডিজিজ এজেন্সির তালিকায় রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড সহ ২১৯টি দেশ। ১৯৫৮ সালে গবেষণায় প্রথম এই রোগের সন্ধান মিলেছিল। মানুষের মধ্যে প্রথম মাঙ্কিপক্স ছড়ায় ১৯৭০ সালে। উল্লেখ্য, এখনও পর্যন্ত এর কোনো চিকিতসা পদ্ধতি নেই। বসন্তের টিকা দিয়েই কাজ চালানো হয়।
  • বিশ্ব উষ্ণায়নের কারণে গভীর সংকটের কথা শোনাল জার্মানির একটি পরিবেশ গবেষণা সংস্থা। উষ্ণায়নের জেরে আগামী কয়েক দশকের মধ্যেই মেরু বলয়ের কাছে থাকা সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল নিশ্চিহ্ন হয়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছে।
  • ঢাকার ভাষা শহিদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হল আব্দুল গফফর চৌধুরীকে। গত ১৯ মে বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সম্পাদক গফফুর চৌধুরী লন্ডনের একটি হাসপাতালে প্রয়াত হন।তিনি ছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাও। তাঁরই লেখা গান `আমার ভাইয়ের রক্তে রাঙানো…. একুশের গান।
Advertisement

 

জাতীয়
  • দেশে রেলের ৯১ হাজারের বেশি পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রবল বিরোধিতা করেছে বর্তমান নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সংরক্ষণহীন ৪ লক্ষ ৫২ হাজার ৮২৫টি পদের ৫০ শতাংশ বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কংগ্রেসের তরফে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে কেন্দ্র রাজ্য মিলিয়ে ৬০ লক্ষ ৮২ হাজার ১৩০টি পদ খালি পডে রয়েছে। শুধু রেল নয়, স্বাস্থ্য, শিক্ষা, সেনা, কেন্দ্রীয় বাহিনী, বিচার বিভাগ সহ ব্যাঙ্কিং পরিষেবায় বিশাল সংখ্যার শূন্যপদের তথ্যও তুলে ধরা হয়েছে।
  • দেশে ২৪ শতাংশ স্কুল পড়ুয়া ফোন, কম্পিউটারহীন। ৯৪ শতাংশ পড়ুয়া জানিয়েছে তারা বাডির থেকে স্কুলেই বেশি নিরাপদ মনে করে। অন্যদিকে অতিমারির সময়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা পড়ুয়াদের মধ্যে বড় ধরনের বিভেদ তৈরি করে দিয়েছে। এক সমীক্ষায় আরও উঠে এসেছে ১৮ শতাংশ মা নিরক্ষর এবং ১২ শতাংশ মায়ের স্নাতক বা তার বেশি ডিগ্রি আছে।

 

খেলা
  • শনিবার এএফসি কাপে দুর্দান্ত লড়াই করেও দোহায় জর্ডনের কাছে ০-২ গোলে হেরে গেল ভারত।
  • রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের রোহন বোপান্না এবং মাতউয়ি মিডলকুপের জুটি শনিবার ফরাসি ওপেনে হারিয়ে দিল উইম্বলডন চ্যাম্পিয়ন মাত পাভিচ ও নিকোল মেকটিচের জুটিকে।

 

বিবিধ
  • এক বাঙালির হাত ধরে ব্ল্যাক হোল বা মহাজাগতিক চৌম্বকক্ষেত্রের এক অভিনব আবিষ্কার ঘটেছে। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে শিবাশিস লাহার নেতৃত্বে আটটি দেশের ২০ জন বিজ্ঞানী মিলে অ্যাক্টিভ গ্যালাক্সিতে চৌম্বক ক্ষেত্রের মেরু পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন।
  • তরুণ বাঙালি পরিচালক শৌনক সেনের পরিচালনায়  `অল দ্যাট ব্রিদস’ তথ্যচিত্রটি `গোল্ডেন আই পুরস্কার জিতে নিল ফ্রান্সের কান চলচ্চিত্র উতসবে। দি্লির বাসিন্দা শৌনকের এটি দ্বিতীয় ছবি। এই ছবিটি কান উতসবে এবারে একমাত্র প্রতিনিধি ছিল।

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 12:54:36
Privacy-Data & cookie usage: